Ajker Patrika

বিয়েবাড়ির খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২২, ১৯: ১৭
বিয়েবাড়ির খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে

কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়ির খাবার খেয়ে বরযাত্রীসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ২টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, অসুস্থ ব্যক্তিরা সবাই পেটে ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই পৌরসভার পুটিবিলা গ্রামের বাসিন্দা। 

ডায়রিয়ায় আক্রান্ত মকসুদ মিয়া বলেন, ‘গতকাল পৌরসভার পুটিবিলার এলাকার ইয়ার মোহাম্মদ পাড়ার একটি বিয়ের দাওয়াতে যাই। পরে খাওয়া-দাওয়া শেষে বাড়ি চলে আসি। এরপর রাত ১০টার দিকে পেটব্যথা শুরু হয়। বেশি অসুস্থতাবোধ করলে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’ 

অসুস্থ শেফা আক্তার (১৮) বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার পর পেটে ব্যথা ওঠে। রাতে ডায়রিয়া শুরু হয়। পরে আজ দুপুরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সঙ্গে যাঁরা খাবার খেয়েছেন তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুল বাশার বলেন, গতকাল রাত ২টা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত দুই শিশুসহ অন্তত ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। 

মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, বিয়ের খাবারের বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে সিটের সংকট থাকলেও দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত