Ajker Patrika

কক্সবাজারে বজ্রপাতে নিহত ৩, আহত ২

কক্সবাজার ও কুতুবদিয়া প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১৭: ১৩
কক্সবাজারে বজ্রপাতে নিহত ৩, আহত ২

কক্সবাজারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহতের মধ্যে কুতুবদিয়ায় দুজন ও পেকুয়ায় একজন। আজ রোববার বেলা ১ টার দিকে পৃথকস্থানে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং চাচা এলাকার জাকের উল্লাহর ছেলে মো. ইমতিয়াজ (২৫) ও মো. ছাবেরের ছেলে মো. করিম (২৫) এবং পাশের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সরতঘোনা এলাকার আলী হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৩২)।

আহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লারপাড়া এলাকার জাকের উল্লাহর ছেলে রমিজ (৩৬) ও আক্কাছ (২২)।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, ধুরুং এলাকায় নৌকা মেরামতের সময় বজ্রপাতের ঘটনায় চারজন আহত হন। আহতদের কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মৃত দুজন সম্পর্কে শ্যালক-দুলাভাই। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

পেকুয়া থানার ওসি মো. ফরহাদ আলী বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত