Ajker Patrika

রামগঞ্জে শ্বাসরোধে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৩, ১৬: ১৮
রামগঞ্জে শ্বাসরোধে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে শ্বাসরোধে রাহেমা বেগমকে (৫৫) হত্যা মামলায় পুত্রবধূ তাহমিনা আক্তার ও তাঁর প্রেমিক জসিমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে জেলা জজ আদালতের বিচারক রাহিমুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

জসিম জেলা কারাগারে থাকলেও তাহমিনা বেগম উচ্চ আদালত থেকে জামিন পেয়ে পলাতক আছেন বলে জানান মামলার বাদীপক্ষের আইনজীবী কবির হোসেন মোল্লা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘তাহমিনা ও তাঁর প্রেমিক জসিমের ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষা ও জবানবন্দি শুনে এই রায় দেন আদালত।’

এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ২১ এপ্রিল রাতে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর মসজিদ বাড়ি এলাকার প্রবাসী কবির হোসেনের স্ত্রী তাহমিনা ও তাঁর প্রেমিক জসিমের মধ্যে সম্পর্কের জেরে শাশুড়ি রাহেমাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। 

হত্যার ঘটনায় স্থানীয় লোকজন তাহমিনাকে বাড়ির ভেতরে আটক করে পুলিশে খবর দেন। পরদিন তাঁর শ্বশুর আবু তাহের রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও ১৬৪ ধারায় তাহমিনা জবানবন্দিতে স্বীকার করে ঘটনার রাতে প্রেমিক জসিমের সঙ্গে অনৈতিক কার্যকলাপ দেখে ফেলায় শাশুড়িকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তাঁরা। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জসিমকে গ্রেপ্তার করে বলে এজাহার থেকে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত