Ajker Patrika

লক্ষ্মীপুরে পৌর হকার্স মার্কেটে আগুন, ৪ দোকান ক্ষতিগ্রস্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৬: ১২
লক্ষ্মীপুরে পৌর হকার্স মার্কেটে আগুন, ৪ দোকান ক্ষতিগ্রস্ত

লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকায় পৌর হকার্স মার্কেটে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা।

রঞ্জিত কুমার সাহা বলেন, `অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মার্কেটের চারটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মার্কেটের ভগবতি ভান্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আরও দু-তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভগবতি ভান্ডার, ফিরোজ স্টোর, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ও মুসলিম লাইব্রেরি পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত