Ajker Patrika

সীতাকুণ্ড উপকূলে রাত যাপনকালে ছিনতাইয়ের শিকার চার পর্যটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করা চার বন্ধু। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করা চার বন্ধু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করে রাত যাপনকালে চার পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ভুক্তভোগী পর্যটক আইয়ান শাহরিয়ার নাঈম।

আইয়ান জানান, তিনি ও তাঁর বন্ধু নাহিদুল আলম শুভ, রিফাত আহম্মেদ ও আসিফ জামান শুভ চার দিন আগে বাড়বকুণ্ড সাগর উপকূলে ক্যাম্পিং করে রাত যাপন শুরু করেন। নিরাপত্তার জন্য রাকিব নামের স্থানীয় এক যুবককে গাইড হিসেবে সঙ্গে রাখেন। গত মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে তাঁরা যখন রান্না শেষে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছুরি, রাম দা ও চায়নিজ কুড়াল নিয়ে মুখোশধারী চার ছিনতাইকারী তাঁদের জিম্মি করেন। তাঁরা ভুক্তভোগীদের গালমন্দের পাশাপাশি টাকা ছিনিয়ে নেন। সেই সঙ্গে আইয়ানের মোবাইল ফোন কেড়ে নেন।

আইয়ান আরও জানান, ঘটনার পর সাহায্য না করে তাঁদের গাইড রাকিব অস্বাভাবিক আচরণ করতে থাকলে সন্দেহ দেখা দেয়। পরে গতকাল বুধবার দুপুরে বিষয়টি মহিউদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তিকে জানালে তিনি ভুক্তভোগীদের স্থানীয় জনপ্রতিনিধির কাছে পৌঁছে দেন। সেখানে জানা যায়, ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের একজন ওই জনপ্রতিনিধির ভাতিজা ও গাইড রাকিবের স্বজন। জনপ্রতিনিধি পরে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে দেন।

এ নিয়ে কথা হলে মহিউদ্দিন বলেন, ‘ছিনতাইয়ের কবলে পড়া চার পর্যটক আমার কাছে বিষয়টি জানালে আমি তাঁদের স্থানীয় জনপ্রতিনিধি খাইরুলের কাছে নিয়ে যাই। তিনি পর্যটকদের কাছ থেকে বিস্তারিত শুনে তাঁদের ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে দেন।’

এ বিষয়ে জানতে খাইরুলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ছিনতাইয়ের বিষয়টি তিনি অবগত নন। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত