Ajker Patrika

কচুয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ড. সেলিম মাহমুদের শীতবস্ত্র বিতরণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০০: ৫৫
কচুয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ড. সেলিম মাহমুদের শীতবস্ত্র বিতরণ

ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষগুলোকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

১২ থেকে ১৫ জানুয়ারি চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিজে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি। ১৬ জানুয়ারি তাঁর প্রতিনিধিরা কচুয়ার বিভিন্ন এতিমখানায় কম্বল পৌঁছে দেন। কম্বল বিতরণের এ কার্যক্রম উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠ, সাচার হাইস্কুল মাঠ, আটমোড় প্রাথমিক বিদ্যালয় মাঠ, খলাগাও প্রাথমিক বিদ্যালয় মাঠ, তেতৈয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ, মালচো প্রাথমিক বিদ্যালয় মাঠ, কচুয়া হজরত শাহ নেয়ামত শাহ উচ্চবিদ্যালয় মাঠ, রহিমানগর উচ্চবিদ্যালয় মাঠ, নাউলা প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশ্রাফপুর নতুন বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে ড. সেলিম মাহমুদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। আমি আজকে আপনাদের জন্য যে উপহার নিয়ে এসেছি এই উপহার আমার নয়। এই উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনারা এই উপহার গ্রহণ করবেন এবং তিনি ভবিষ্যতে আপনাদের জন্য আরও উপহার পাঠাবেন।’

ড. সেলিম মাহমুদ আরও বলেন, এ রাষ্ট্রের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা। তিনি যত দিন বেঁচে থাকবেন এবং তাঁর বংশধরেরা যত দিন বেঁচে থাকবেন, তাঁরা যত দিন এ দেশকে (বাংলাদেশ) নেতৃত্ব দেবেন তত দিন এই দেশের জনগণ নিরাপদে থাকবে। এবং তত দিন এ দেশের সব সুযোগ-সুবিধা গরিব-দুঃখী মেহনতি মানুষ পাবে।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. মবিন, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, কচুয়া উত্তর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আখতার হোসেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর মাসুদ আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দীন সরকার, যুগ্ম আহ্বায়ক শাকিল মুন্সি তাবিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত