Ajker Patrika

সাত দিনের রিমান্ডে হেফাজত নেতা ইসলামাবাদী

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭: ৪২
সাত দিনের রিমান্ডে হেফাজত নেতা ইসলামাবাদী

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানির পর এ আদেশ দেন। ২৬ থেকে ২৮ মার্চে দেশব্যাপি সহিংসতা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর হেফাজতের শীর্ষ কোন নেতাকে রিমান্ডে নেয়ার এটাই প্রথম ঘটনা।

আদালত সূত্র থেকে জানা গেছে, ২০১৩ সালের একটি মামলায় তদন্ত কর্মকর্তা মাওলানা আজিজুলকে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন। বিচারক শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১১ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থানার বালুচড়া এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও র‍্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ডিবির যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত