কক্সবাজার প্রতিনিধি
১৪ দিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার পৌরসভার কায়ুকখালি ঘাট থেকে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে একই পথে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফে পৌঁছায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার যাত্রী ও খাদ্যপণ্য বোঝাই ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর সেন্ট মার্টিন থেকে টেকনাফেও ফিরছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
এর আগে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে সংঘাতের জেরে এক মাস ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অস্থিরতা বিরাজ করে। এ কারণে গত ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্ট মার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিনটি সার্ভিস ট্রলারে করে দেড় শতাধিক যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টায় ওই তিনটি ট্রলার শাহপরীর দ্বীপে পৌঁছায়।
তিনি আরও জানান, বেলা ১১টার দিকে টেকনাফ থেকে এসবি আবরার হাফিজ, এসবি ওসমান গণি, এসবি রাফিয়া নামে তিনটি ট্রলারে শতাধিক যাত্রী, দুই শতাধিক গ্যাস সিলিন্ডার, চাল, ডালসহ কিছু খাদ্যপণ্য নিয়ে যাত্রা করে। এই ট্রলারগুলো বেলা ২টার পরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার সীমান্তে সংঘাতের কারণে ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্টমার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। অবশেষে রোববার সকালে পুনরায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল শুরু করেছে। নিরাপদে ট্রলার ও স্পিডবোটগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে।’
১৪ দিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার পৌরসভার কায়ুকখালি ঘাট থেকে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে একই পথে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফে পৌঁছায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার যাত্রী ও খাদ্যপণ্য বোঝাই ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর সেন্ট মার্টিন থেকে টেকনাফেও ফিরছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
এর আগে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে সংঘাতের জেরে এক মাস ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অস্থিরতা বিরাজ করে। এ কারণে গত ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্ট মার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিনটি সার্ভিস ট্রলারে করে দেড় শতাধিক যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টায় ওই তিনটি ট্রলার শাহপরীর দ্বীপে পৌঁছায়।
তিনি আরও জানান, বেলা ১১টার দিকে টেকনাফ থেকে এসবি আবরার হাফিজ, এসবি ওসমান গণি, এসবি রাফিয়া নামে তিনটি ট্রলারে শতাধিক যাত্রী, দুই শতাধিক গ্যাস সিলিন্ডার, চাল, ডালসহ কিছু খাদ্যপণ্য নিয়ে যাত্রা করে। এই ট্রলারগুলো বেলা ২টার পরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার সীমান্তে সংঘাতের কারণে ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্টমার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। অবশেষে রোববার সকালে পুনরায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল শুরু করেছে। নিরাপদে ট্রলার ও স্পিডবোটগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৯ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে