Ajker Patrika

লোডশেডিং ও প্রচণ্ড গরমে মারা গেল খামারের ৮০০ মুরগি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২: ১৫
লোডশেডিং ও প্রচণ্ড গরমে মারা গেল খামারের ৮০০ মুরগি

ফেনীর সোনাগাজীতে লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, খামার মালিক নজরুল ইসলাম পলাশ।

ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করেন। পুরো এলাকা গত দুই দিন বুধবার ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার মোবাইল ফোনে কল দিয়েও কোনো সাড়া পাননি তিনি। ফলে গতকাল বেলা ৩টার দিকে মুরগিগুলো মরে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, ‘বর্ধিত মূল্যে পোলট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছিলাম। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের ছিল। কিন্তু প্রচণ্ড গরম ও ভয়াবহ লোডশেডিংয়ে আমার ৮০০ মুরগি মারা গেল। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে কীভাবে খামার পরিচালনা করব, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’

অভিযোগের বিষয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে ১০ কেভি ভোল্টেজে নেমে যায়। ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

প্রকৌশলী আরও বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের মুরগি মারা গেছে বলে খবর পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত