Ajker Patrika

গাছে ঝুলছিল ১০ ফুট অজগর, বনে অবমুক্ত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ২০
Thumbnail image

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘি এলাকায় গাছ থেকে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে বন বিভাগ খবর পেয়ে এটি উদ্ধার করে। পরে ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে অজগর অবমুক্ত করা হয়।

অজগর উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন। তিনি বলেন, ‘অজগর সাপটির ওজন ১০ কেজি ও দৈর্ঘ্য ১০ ফুটের কাছাকাছি। এই প্রজাতির অজগর ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে প্রায় সময় দেখা যায়।’

রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন জানান, হাঁসের দিঘি স্টেশনের অদূরে একটি গাছে অজগর দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন স্থানীয় লোকজন। পরে ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা খসরুল আমিন বনকর্মীদের সঙ্গে নিয়ে অজগর উদ্ধার করেন। সাপটি সুস্থ আছে কি না পরীক্ষা শেষে ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত