Ajker Patrika

তিতাসে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১ 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১ 

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কলাকান্দি-জাহাপির সড়কের কলাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম রাজ্জাক বেপারী (৬৫)। তিনি মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের বাসিন্দা। আহত অটোরিকশা চালক একই উপজেলার দক্ষিণ আলীচর গ্রামের বাসিন্দা মো. হোসেন (২৩)। 

স্থানীয়রা জানান, বেলা ১১টার সময় ইট বাহী একটি ট্রাক কলাকান্দির দিকে আসছিল। এ সময় জাহাজপুরের দিকে যাওয়া একটি অটোরিকশা খানেবাড়ি-কলাকান্দি মাঝামাঝি স্থানে পৌঁছালে ইটবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আব্দুর রাজ্জাক বেপারী মারা যান। আহত অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা কমপ্লেক্স নিয়ে আসেন। 

নিহতের শ্যালক খোরশেদ আলম বলেন, ‘দুলাভাই ইট বালুর ব্যবসা করেন, আজ সকালে তিতাস উপজেলার কলাকান্দি বাজারে গিয়েছিল। আসার পথে দুর্ঘটনার শিকার হন। এখন আসছি মরদেহ নিয়ে যাওয়ার জন্য, আমরা কোনো মামলা করব না।’ 

এ বিষয়ে উপপরিদর্শক তপন সাহা বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ইট বাহী ট্রাকটি জব্দ করে কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকারের জিম্মায় রাখি।  মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত