নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টাকার বিনিময়ে পদ বিক্রি করে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটির তৃণমূলের কর্মীরা। তৃণমূলের কর্মীদের অভিযোগ, ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে উপজেলার বাইরের লোকজনকে দলীয় পদ দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের ভাষ্য অনুযায়ী, জাতীয় পার্টির লোকজনকেও পদে আনা হয়েছে। এছাড়া পদ পেয়েছেন দলের বহিষ্কৃত নেতাদের অনেকেই। এতে তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তৃণমূলের কর্মীরা বলছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমানকে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে এর আগে জুতা ও ঝাড়ু মিছিল পর্যন্ত করা হয়েছে।
আজ শুক্রবার নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এসব বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলাম ফুরকান, প্রফেসর সিরাজুল ইসলাম, সাবেক পৌরমেয়র মাঈনুদ্দিন মাঈনু, জিয়াউল হক মুকুল, মফিজুল ইসলাম মুকুল, আমজাদ হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক জিল্লুর রহমান টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। কমিটিতে ত্যাগী নেতা–কর্মীদের মূল্যায়ন করা হয়নি।
অতি দ্রুত এই কমিটি বাতিল না করা হলে উপজেলার ২১টি ইউনিয়নের বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে সম্মিলিতভাবে গণপদত্যাগ করা হবে। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টাকার বিনিময়ে পদ বিক্রি করে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটির তৃণমূলের কর্মীরা। তৃণমূলের কর্মীদের অভিযোগ, ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে উপজেলার বাইরের লোকজনকে দলীয় পদ দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের ভাষ্য অনুযায়ী, জাতীয় পার্টির লোকজনকেও পদে আনা হয়েছে। এছাড়া পদ পেয়েছেন দলের বহিষ্কৃত নেতাদের অনেকেই। এতে তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তৃণমূলের কর্মীরা বলছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমানকে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে এর আগে জুতা ও ঝাড়ু মিছিল পর্যন্ত করা হয়েছে।
আজ শুক্রবার নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এসব বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলাম ফুরকান, প্রফেসর সিরাজুল ইসলাম, সাবেক পৌরমেয়র মাঈনুদ্দিন মাঈনু, জিয়াউল হক মুকুল, মফিজুল ইসলাম মুকুল, আমজাদ হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক জিল্লুর রহমান টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। কমিটিতে ত্যাগী নেতা–কর্মীদের মূল্যায়ন করা হয়নি।
অতি দ্রুত এই কমিটি বাতিল না করা হলে উপজেলার ২১টি ইউনিয়নের বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে সম্মিলিতভাবে গণপদত্যাগ করা হবে। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট খুন হওয়ার খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করেছে কিছু লোক। আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে লোকজনের মধ্যে তাঁরা এ মিষ্টি বিতরণ করেন।
১৪ মিনিট আগেউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
১৮ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে তাঁর লাশ মিলেছে। জীবননগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
১৯ মিনিট আগেরাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
৩১ মিনিট আগে