নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সরকারি গুদামে নকল সার খালাসের চেষ্টার ঘটনা তদন্তে তিন সদস্যর কমিটি গঠন করেছে টিএসপি সার কারখানা কর্তৃপক্ষ। আজ শনিবার করা এই কমিটিতে টিএসপির দুজন এবং বিসিআইসির এক কর্মকর্তাকে রাখা হয়েছে।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন টিএসপির উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সোলায়মান। কমিটির সদস্যরা হলেন, টিএসপির উপপ্রধান রসায়নবিদ মো. শফিকুল কবির ও রেজাউল হক এবং বিসিআইসির উপপ্রধান হিসেবে কর্মকর্তা নির্মল কুমার দত্ত।
চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে নিয়ে যাওয়া পাঁচ ট্রাক সার যশোর বাফার গুদামে খালাস করার কথা ছিল। কিন্তু পথে সেই টিএসপি সার পরিবর্তন করে নকল সার বোঝাই করা হয় ট্রাকে। পরে সেসব সার যশোর বাফার গুদামে খালাস করার সময় ধরা পড়ে। সবগুলো ট্রাক জব্দ করা হয়েছে।
জানা যায়, কিছু সারের বস্তা দেখে যশোর বাফার গুদামের ইনচার্জ মো. আখতার হোসেনের সন্দেহ হয়। তখন তিনি খালাস বন্ধ করে দেন এবং এই সার গ্রহণ করতে অস্বীকার করেন। পরে তিনি তাৎক্ষণিক বিষয়টি টিএসপি কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতনকে লিখিতভাবে জানান। অভিযোগ পাওয়ার পর এই তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটির সদস্যরা আজ শনিবার বিকেলে তদন্তের জন্য যশোর বাফার গুদামে পৌঁছেছেন। বিষয়টি জানিয়ে কমিটির সদস্য উপপ্রধান রসায়নবিদ মো. শফিকুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এর মধ্যেই যশোর এসে পৌঁছেছি। শিগগির তদন্তের কাজ শুরু করব।’
সূত্র জানায়, বিসিআইসির পরিবহন ঠিকাদার মেসার্স সৈয়দ এমকে এন্টারপ্রাইজের মাধ্যমে চট্টগ্রাম পতেঙ্গা টিএসপি সার কারখানা থেকে পাঁচ ট্রাক সরকারি সার পাঠানো হয় যশোর বাফার গুদামে। পাঁচ ট্রাকে প্রায় ৭০ টন টিএসপি সার ছিল। ট্রাকগুলো হলো-ঢাকা মেট্রো-ট-১৫-০১৩৬, ঢাকা মেট্রো-ট-১৮-০৬২১, ঝিনাইদহ-ট-১১-১৩৪৮, ঝিনাইদহ-ট-১১-০৯১৬, ঝিনাইদহ-ট-১১-০৯৮২।
সরকারি গুদামে নকল সার খালাসের চেষ্টার ঘটনা তদন্তে তিন সদস্যর কমিটি গঠন করেছে টিএসপি সার কারখানা কর্তৃপক্ষ। আজ শনিবার করা এই কমিটিতে টিএসপির দুজন এবং বিসিআইসির এক কর্মকর্তাকে রাখা হয়েছে।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন টিএসপির উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সোলায়মান। কমিটির সদস্যরা হলেন, টিএসপির উপপ্রধান রসায়নবিদ মো. শফিকুল কবির ও রেজাউল হক এবং বিসিআইসির উপপ্রধান হিসেবে কর্মকর্তা নির্মল কুমার দত্ত।
চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে নিয়ে যাওয়া পাঁচ ট্রাক সার যশোর বাফার গুদামে খালাস করার কথা ছিল। কিন্তু পথে সেই টিএসপি সার পরিবর্তন করে নকল সার বোঝাই করা হয় ট্রাকে। পরে সেসব সার যশোর বাফার গুদামে খালাস করার সময় ধরা পড়ে। সবগুলো ট্রাক জব্দ করা হয়েছে।
জানা যায়, কিছু সারের বস্তা দেখে যশোর বাফার গুদামের ইনচার্জ মো. আখতার হোসেনের সন্দেহ হয়। তখন তিনি খালাস বন্ধ করে দেন এবং এই সার গ্রহণ করতে অস্বীকার করেন। পরে তিনি তাৎক্ষণিক বিষয়টি টিএসপি কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতনকে লিখিতভাবে জানান। অভিযোগ পাওয়ার পর এই তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটির সদস্যরা আজ শনিবার বিকেলে তদন্তের জন্য যশোর বাফার গুদামে পৌঁছেছেন। বিষয়টি জানিয়ে কমিটির সদস্য উপপ্রধান রসায়নবিদ মো. শফিকুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এর মধ্যেই যশোর এসে পৌঁছেছি। শিগগির তদন্তের কাজ শুরু করব।’
সূত্র জানায়, বিসিআইসির পরিবহন ঠিকাদার মেসার্স সৈয়দ এমকে এন্টারপ্রাইজের মাধ্যমে চট্টগ্রাম পতেঙ্গা টিএসপি সার কারখানা থেকে পাঁচ ট্রাক সরকারি সার পাঠানো হয় যশোর বাফার গুদামে। পাঁচ ট্রাকে প্রায় ৭০ টন টিএসপি সার ছিল। ট্রাকগুলো হলো-ঢাকা মেট্রো-ট-১৫-০১৩৬, ঢাকা মেট্রো-ট-১৮-০৬২১, ঝিনাইদহ-ট-১১-১৩৪৮, ঝিনাইদহ-ট-১১-০৯১৬, ঝিনাইদহ-ট-১১-০৯৮২।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
২ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
২ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে