Ajker Patrika

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: এবার চমেকে চিকিৎসাধীন এক জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: এবার চমেকে চিকিৎসাধীন এক জেলের মৃত্যু

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত জেলের নাম—ওসমান গণি (২০)।

চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, গত শুক্রবার কক্সবাজারের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১০ জনকে চমেক হাসপাতাল আনা হয়। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একজন মারা যান। এই হাসপাতালে চিকিৎসাধীন ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা এফবি লাকি নামে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন জেলে দগ্ধ হন। দগ্ধরা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় বসবাস করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত