বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে খতিজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকালে আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী।
আহতরা হলেন আমির আলী (৫০) ও মোজাম্মেল হক বয়াতি (৬৫)। তাঁদের উদ্ধার করে স্বজনেরা কক্সবাজারের চকরিয়ায় হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার সকালে জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোহরাবপাড়া, মগবাজার ও জামালপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত খতিজা বিবি (৬৫) সোহরাবপাড়ার মৃত ফজর আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে সোহরাবপাড়ায় বন্য হাতির পাল তাণ্ডব চালায়। এ সময় ওই বন্য হাতি দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। গৃহস্থালি কাজে যাওয়ার সময় বন্য হাতির সামনে পড়েন খতিজা। এ সময় হাতি তাঁকে আছড়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে। পরে মগবাজার এলাকার আমির আলীর দোকান ও জামালপাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাঙচুর করে তাঁদের আহত করে। কয়েকটি গাড়ি ভেঙে ফেলে হাতির পাল।
আজিজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউপির পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
লামা আজিজনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, লাশ তাঁর বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ এবং কারও অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে।
এদিকে দিনের বেলায় বন্য হাতি লোকালয়ে এসে তাণ্ডব চালানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে খতিজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকালে আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী।
আহতরা হলেন আমির আলী (৫০) ও মোজাম্মেল হক বয়াতি (৬৫)। তাঁদের উদ্ধার করে স্বজনেরা কক্সবাজারের চকরিয়ায় হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার সকালে জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোহরাবপাড়া, মগবাজার ও জামালপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত খতিজা বিবি (৬৫) সোহরাবপাড়ার মৃত ফজর আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে সোহরাবপাড়ায় বন্য হাতির পাল তাণ্ডব চালায়। এ সময় ওই বন্য হাতি দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। গৃহস্থালি কাজে যাওয়ার সময় বন্য হাতির সামনে পড়েন খতিজা। এ সময় হাতি তাঁকে আছড়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে। পরে মগবাজার এলাকার আমির আলীর দোকান ও জামালপাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাঙচুর করে তাঁদের আহত করে। কয়েকটি গাড়ি ভেঙে ফেলে হাতির পাল।
আজিজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউপির পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
লামা আজিজনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, লাশ তাঁর বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ এবং কারও অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে।
এদিকে দিনের বেলায় বন্য হাতি লোকালয়ে এসে তাণ্ডব চালানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও শোওয়া কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা...
৬ মিনিট আগেমামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
১০ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেবরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে