Ajker Patrika

গোয়ালে আগুনে পুড়ল দুই গরু, চার ছাগল

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
গোয়ালে আগুনে পুড়ল দুই গরু, চার ছাগল

ফেনীর ফুলগাজীতে গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। উপজেলার দরবারপুর ইউনিয়নের দরবারপুর গ্রামের মো. ইকবাল হোসেনের গোয়ালঘরে আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ইকবালের।

ইকবাল হোসেন বলেন, তিনি একজন শ্রমিক। গরু বর্গা নিয়ে তিনি লালন-পালন করেন। আসন্ন কোরবানির ঈদে বিক্রি করবেন বলে আশা করছিলেন। তবে আজ ভোরের অগ্নিকাণ্ডে তাঁর সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ইকবাল।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইকবাল হোসেনের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আলিম, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন, দরবারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এ সময় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আলিম মজুমদার ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ হাজার টাকা সহায়তা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত