Ajker Patrika

সেবাবঞ্চিতদের নিয়ে কক্সবাজারে দুদকের গণশুনানি

কক্সবাজার প্রতিনিধি
সেবাবঞ্চিতদের নিয়ে কক্সবাজারে দুদকের গণশুনানি

কক্সবাজারে সরকারি দপ্তরের সেবাবঞ্চিত নাগরিকদের নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গণশুনানি করেছে। আজ বুধবার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সকাল ১০টায় শুরু হওয়া গণশুনানি বিকেল সাড়ে ৪টার দিকে শেষ হয়। 

এতে সরকারি দপ্তরের ভূমি, ইউনিয়ন পরিষদ, থানা, বিদ্যুৎ, চিকিৎসা, কৃষিসহ অন্তত ২২টি দপ্তরের বিরুদ্ধে গণশুনানি করা হয়। 

 ‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে কক্সবাজারে দুদকের উদ্যোগে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। 

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এতে সভাপতিত্ব করেন। এতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহমুদ হাসান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

গণশুনানিতে সরকারি অফিসে সেবা পেতে হয়রানির শিকার এবং সেবা বঞ্চিত বিভিন্ন এলাকার লোকজন অভিযোগ নিয়ে অংশগ্রহণ করেন। জেলা কার্যালয়ের সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগ তোলা হয়। 

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, মানবিকতা ও মূল্যবোধ সৃষ্টি করায় গণশুনানির উদ্দেশ্য। এর কারণে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা সহজীকরণ ও হয়রানি বা দুর্নীতি বন্ধে ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত