Ajker Patrika

ন্যায্য মূল্য চালের গোডাউনে অনিয়মের অভিযোগে বিক্রয় বন্ধের নির্দেশ 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০: ২২
ন্যায্য মূল্য চালের গোডাউনে অনিয়মের অভিযোগে বিক্রয় বন্ধের নির্দেশ 

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ওএমএস কার্ডের ন্যায্য মূল্য চাল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে ডিলার সাবিকুল হাসানের গোডাউনে চাল বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. মোর্শেদ এই নির্দেশনা দেন।

স্থানীয়রা জানান, ন্যায্য মূল্য চালের ডিলার সাবিকুল গোডাউন থেকে চালের সরিয়েছে এবং তাঁর নিজ বাসায়ও চাল আছে—এমন অভিযোগে নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকারকে উপস্থিত রেখে আনুমানিক ১৩০ বস্তা চাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেন।

কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার বলেন, ‘ডিলার সাবিকুলের গোডাউনে আনুমানিক ৩০ / ৩৫ বস্তা চাল কম পাওয়া গেছে এবং সাবিকুলের বাড়িতে চালের বস্তা পাওয়া গেছে।’

ডিলার সাবিকুল বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। সরকার নিয়ম করেছে, যাদের ওএমএস কার্ড আছে তাদের সবার কার্ডই অনলাইন করতে হবে। যাদের কার্ড অনলাইন করা আছে, তাদের চাল দেই, আর যাদের কার্ড অনলাইন করা নাই, তাদের নিকট বিক্রি করি না। এই হলো অনিয়ম।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই এবং পর্যালোচনা করে প্রাথমিকভাবে চাল বিক্রি বন্ধ রাখতে ডিলারকে নির্দেশনা দিয়ে আসছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে এবং আমাদের উপজেলা খাদ্য কর্মকর্তা অধিকতর তদন্ত করবে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। আর যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে বিক্রির সময় এক দিন বাড়িয়ে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত