Ajker Patrika

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবার আত্মসমর্পণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবার আত্মসমর্পণ

গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মাদকাসক্ত মো. আনোয়ার (২৫) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

অভিযুক্ত বাবা মোহাম্মদ আলী বলেন, ‘ছেলের কথা কী বলব! এমন ছেলের বাবা যেন কেউ না হয়। আমার কত লাখ টাকা যে শেষ করছে মাদকাসক্ত হয়ে। আমার অগোচরেই সাতটি গরু চুরি করে বিক্রি করছে। পুকুরের মাছ বিক্রি, বাড়ির গাছ বিক্রি—সবই বিক্রি করে নেশায় খচর করে আমাকে ফকির বানিয়ে ফেলছে। বাধা দিতে গেলে আমাকে খুন করতে আসে। মাদকাসক্ত থেকে ফেরাতে মাদক নিরাময় কেন্দ্রে দিয়েও ছেলেকে ফেরাতে পারিনি। কয়েক দিন আগেও পুকুরের মাছ জোরপূর্বক বিক্রি করে দেয়। এগুলো নিয়ে সব সময় ছেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হতো।’

তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুরে মাদকাসক্ত ছেলে আমার ১১টি গরুকে অনেক প্রহার করেছে। বিষয়টি জানতে পেরে আমি তাকে বকাঝকা করি। গরুকে মারতে নিষেধ করলে সে আমাকেও মারধর করে। আমাকে সজোরে কয়েকটি ঘুষি মারে। এর পরই আমি তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। রাত ৩টার দিকে ধারালো বঁটি দিয়ে ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে খুন করি। ভোরে থানার উদ্দেশে রওনা হয়ে আত্মসমর্পণ করি।’

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘নিহত আনোয়ার হোসেন দীর্ঘ সময় যাবৎ মাদক সেবন করে আসছেন। বাবার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। বাবা তাকে ফেরাতে অনেক চেষ্টা করেছেন। কয়েকবার বিদেশে পাঠিয়েছেন, তবু ছেলেকে ফেরাতে পারেননি। গরু বিক্রি, মাছ বিক্রি, গাছ বিক্রি—এমন কোনো কিছু বাদ দেয়নি মাদকাসক্ত ছেলে। ধৈর্যের মাত্রা কতটা অতিক্রম করলে বাবা তাঁর সন্তানকে খুন করতে পারেন?’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ভোরে থানার সামনে এসে এক বৃদ্ধ বলছেন তিনি তার মাদকাসক্ত ছেলেকে জবাই করে খুন করেছেন। এরপর তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, মরদেহের পাশে পড়ে থাকা ধারালো বঁটি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত