Ajker Patrika

কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৯ জনের সাজা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২৫
কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৯ জনের সাজা

কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের সাজা দেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আল আমিন, মো. নয়ন মিয়া, রাব্বি ব্যাপারী, বেলাল হোসেন, মো. কামাল, মো. আলম, আল আমিন, জালাল হোসেন ও বিল্লাল হোসেন। তাঁদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তাঁদের মধ্যে একজনকে এক বছর, একজনকে ছয় মাস ও একজনকে এক মাস সাজা দেওয়া হয়। বাকি সবাইকে ১৫ দিন করে সাজা দেওয়া হয়। তা ছাড়া সবাইকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আরও বলেন, ওই ৯ জন ছাড়া অভিযানে ৪০টি ইয়াবাসহ মো. সৈকত হোসেনকে আটক করা হয়। তা ছাড়া ৫৯টি ইয়াবা উদ্ধার করে পলাতক আসামি শাকিল খানের নামে ব্রাহ্মণপাড়া থানায় পৃথক মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত