কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের সাজা দেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আল আমিন, মো. নয়ন মিয়া, রাব্বি ব্যাপারী, বেলাল হোসেন, মো. কামাল, মো. আলম, আল আমিন, জালাল হোসেন ও বিল্লাল হোসেন। তাঁদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।
তাঁদের মধ্যে একজনকে এক বছর, একজনকে ছয় মাস ও একজনকে এক মাস সাজা দেওয়া হয়। বাকি সবাইকে ১৫ দিন করে সাজা দেওয়া হয়। তা ছাড়া সবাইকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আরও বলেন, ওই ৯ জন ছাড়া অভিযানে ৪০টি ইয়াবাসহ মো. সৈকত হোসেনকে আটক করা হয়। তা ছাড়া ৫৯টি ইয়াবা উদ্ধার করে পলাতক আসামি শাকিল খানের নামে ব্রাহ্মণপাড়া থানায় পৃথক মামলা করা হয়।
কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের সাজা দেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আল আমিন, মো. নয়ন মিয়া, রাব্বি ব্যাপারী, বেলাল হোসেন, মো. কামাল, মো. আলম, আল আমিন, জালাল হোসেন ও বিল্লাল হোসেন। তাঁদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।
তাঁদের মধ্যে একজনকে এক বছর, একজনকে ছয় মাস ও একজনকে এক মাস সাজা দেওয়া হয়। বাকি সবাইকে ১৫ দিন করে সাজা দেওয়া হয়। তা ছাড়া সবাইকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আরও বলেন, ওই ৯ জন ছাড়া অভিযানে ৪০টি ইয়াবাসহ মো. সৈকত হোসেনকে আটক করা হয়। তা ছাড়া ৫৯টি ইয়াবা উদ্ধার করে পলাতক আসামি শাকিল খানের নামে ব্রাহ্মণপাড়া থানায় পৃথক মামলা করা হয়।
চট্টগ্রামে নিজ কার্যালয় থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার হওয়া র্যাব কর্মকর্তা পলাশ সাহা আত্মহত্যা করেছেন বলে মনে করেন তাঁর মেজ ভাই নন্দ লাল সাহা। তবে এই আত্মহত্যার কারণ পলাশের স্ত্রী বলে অভিযোগ করেন তিনি। তবে পলাশের স্ত্রী সুস্মিতা সাহার ফোন নম্বর বন্ধ পাওযায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
২ মিনিট আগেচট্টগ্রামে নিজ কার্যালয়ে মাথায় গুলিবিদ্ধ র্যাব কর্মকর্তা পলাশ সাহার মরদেহের পাশে পাওয়া চিরকুটে একটি অংশে লেখা ছিল—‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য।’
১১ মিনিট আগেঅনিয়মের অভিযোগে স্থগিত হওয়া গরু বিতরণ কার্যক্রম নতুন করে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সাতটি ইউনয়নের ৭০ জন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়।
১৯ মিনিট আগেপাবনায় আড়াই শ গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে একটি এনজিওর বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার, অভিযুক্তদের গ্রেপ্তার এবং টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার (৭ মে) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। সঞ্চয় ও ডিপিএসের নামে
২৫ মিনিট আগে