Ajker Patrika

‘রিমেম্বার দ্য হিরোস’: নোয়াখালীতে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০: ১৯
Thumbnail image

বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদীর সুপার মার্কেটসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহরে যানজটের সৃষ্টি হয়। 

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মুষলধারে বৃষ্টি এলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে তারা বৃষ্টি চলমান অবস্থায় কর্মসূচি চালিয়ে যায়। 

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাপ্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে প্রধান সড়কে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সড়কে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান নেয় এবং তাদের আজকের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়। 

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাআন্দোলনের সমন্বয়কেরা জানান, পুলিশ এখনো বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে। মোবাইল ফোন চেক করে ছাত্রদের আটক করছে। রাতের বেলা বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের আটক করছে। অবিলম্বে এসব বন্ধ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবে। 

কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল, চৌমুহনী কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সেখানে তারা দুই থেকে আড়াই ঘণ্টা অবস্থান নেয়। এ সময় বিকল্প পথে যানবাহন চলাচল করে। বিকেল ৫টায় তারা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত