নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার আসামিকে চার ও পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে এক আসামিকে পুনরায় রিমান্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
আসামিরা হলেন রিপন দাস, আমান দাস, বিশাল দাস ও রাজীব ভট্টাচার্য। এর আগে একই মামলায় ৬ ডিসেম্বর আদালত আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত।
আদালতের সহকারী কৌঁসুলি রিয়াদ উদ্দীন বলেন, মঙ্গলবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রিপন দাস, রাজীব ভট্টাচার্য, আমান দাস ও বিশাল দাসের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আদালত শুনানি শেষে আসামি রাজিব ভট্টাচার্য, আমান দাস ও বিশাল দাসের চার দিনের এবং আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময় আসামিকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়ার সময় তাঁর অনুসারীরা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি স্থাপনা। এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এর মধ্যে গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নগরের কোতোয়ালি থানায় আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্বজন জামাল উদ্দিন।
মামলার আসামিরা হলেন চন্দন দাস, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য। আসামিরা বেশির ভাগই চসিকের পরিচ্ছন্নতাকর্মী। তাঁরা নগরের কোতোয়ালি থানার বান্ডেল রোড মেথরপট্টি সেবক কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ এই হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় এক নম্বর আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে পুলিশের রিমান্ড শেষে ৯ ডিসেম্বর আদালতে এজাহারনামীয় প্রধান আসামি চন্দন দাস আইনজীবী আলিফ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার আসামিকে চার ও পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে এক আসামিকে পুনরায় রিমান্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
আসামিরা হলেন রিপন দাস, আমান দাস, বিশাল দাস ও রাজীব ভট্টাচার্য। এর আগে একই মামলায় ৬ ডিসেম্বর আদালত আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত।
আদালতের সহকারী কৌঁসুলি রিয়াদ উদ্দীন বলেন, মঙ্গলবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রিপন দাস, রাজীব ভট্টাচার্য, আমান দাস ও বিশাল দাসের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আদালত শুনানি শেষে আসামি রাজিব ভট্টাচার্য, আমান দাস ও বিশাল দাসের চার দিনের এবং আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময় আসামিকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়ার সময় তাঁর অনুসারীরা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি স্থাপনা। এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এর মধ্যে গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নগরের কোতোয়ালি থানায় আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্বজন জামাল উদ্দিন।
মামলার আসামিরা হলেন চন্দন দাস, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য। আসামিরা বেশির ভাগই চসিকের পরিচ্ছন্নতাকর্মী। তাঁরা নগরের কোতোয়ালি থানার বান্ডেল রোড মেথরপট্টি সেবক কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ এই হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় এক নম্বর আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে পুলিশের রিমান্ড শেষে ৯ ডিসেম্বর আদালতে এজাহারনামীয় প্রধান আসামি চন্দন দাস আইনজীবী আলিফ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির নম্বর (চট্ট মেট্রো জ ১১-১১০৯)।
২ মিনিট আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বেরোবির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে শাড়ি-চুড়ি নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
১৩ মিনিট আগেরাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক আটকিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা করায় ক্ষোভ ঝেড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও সমাবেশে দুঃখ প্রকাশ করেন দলের নেতারা। আজ রোববার রাঙামাটি শহরে বনরূপা সড়কে এই দৃশ্য দেখা যায়।
২৩ মিনিট আগেআক্তার হোসেন বলেন, দুদকের করা মামলার তদন্তে তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া গেছে। যথাযথ প্রমাণ থাকায় এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। শিগগির আদালতে চার্জশিট দাখিল করা হবে।
২৫ মিনিট আগে