নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারি ও খাগড়াছড়ি সড়কে পাঁচ ফুট উঁচু দেয়াল তুলে দিয়েছে হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা। হাটহাজারি মাদ্রাসার সামনের সড়কে ওপর গত শুক্রবার রাতে এ দেয়াল তুলে দেন তারা। আজ শনিবার সকালেও দেয়ালটি দেখা যায়। সড়কটি দিয়ে হাটহাজারি, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া ও খাগড়াছড়ি সড়কের যান চলাচল করে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সংঘর্ষের পর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১০০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এ পর্যন্ত হাটহাজারির পরস্থিতি থমথমে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কবস্থায় আছে বলে জানান তিনি।
এদিকে শুক্রবার হতাহতের প্রতিবাদে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ ও রোববার হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। হাটহাজারির এ মাদ্রাসা সংগঠনটির অন্যতম ঘাঁটি হিসাবে পরিচিত। গতকাল শুক্রবার নিহত চারজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে স্বজনদের বুঝিয়ে দেয়া হয়।
এর আগে সংঘর্ষের ঘটনার পর শুক্রবার রাতে পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে হেফাজত নেতাদের কয়েক দফায় বৈঠক হয়। প্রথম দফা বৈঠক চলে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, পুলিশের ডিআইজি ও জেলা পুলিশ সুপার। হেফাজতে ইসলামের পক্ষে যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মুনীর, সহকারী অর্থ সম্পাদক আহসান উল্লাহ এবং মাদ্রাসা শিক্ষক মুফতি জসিমউদ্দিন ও ইয়াহিয়া উপস্থিত ছিলেন। কিন্তু ওসি প্রত্যাহারসহ হেফাজত নেতাদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়ায় প্রথম বৈঠকটি ব্যর্থ হয়।
পরে রাত ১১টা থেকে আবার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে হেফাজত নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের কিছু দাবি মেনে নেয়া হয়েছে। আর সংসদ সদস্য ও ডিআইজি বলেছেন, তাঁরা কিছু দাবি মেনে নিয়েছেন। ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তবে এ বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ আগে হেফাজতের আমির মাদ্রাসার মাইকে শিক্ষার্থীদের মাদ্রাসায় ফেরার আহ্বান জানান। পরে তারা ফিরে গেলেও রাতে রাস্তায় ইটের দেয়ালটি তুলে দেন মাদ্রাসার ছাত্ররা।
চট্টগ্রামের হাটহাজারি ও খাগড়াছড়ি সড়কে পাঁচ ফুট উঁচু দেয়াল তুলে দিয়েছে হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা। হাটহাজারি মাদ্রাসার সামনের সড়কে ওপর গত শুক্রবার রাতে এ দেয়াল তুলে দেন তারা। আজ শনিবার সকালেও দেয়ালটি দেখা যায়। সড়কটি দিয়ে হাটহাজারি, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া ও খাগড়াছড়ি সড়কের যান চলাচল করে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সংঘর্ষের পর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১০০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এ পর্যন্ত হাটহাজারির পরস্থিতি থমথমে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কবস্থায় আছে বলে জানান তিনি।
এদিকে শুক্রবার হতাহতের প্রতিবাদে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ ও রোববার হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। হাটহাজারির এ মাদ্রাসা সংগঠনটির অন্যতম ঘাঁটি হিসাবে পরিচিত। গতকাল শুক্রবার নিহত চারজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে স্বজনদের বুঝিয়ে দেয়া হয়।
এর আগে সংঘর্ষের ঘটনার পর শুক্রবার রাতে পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে হেফাজত নেতাদের কয়েক দফায় বৈঠক হয়। প্রথম দফা বৈঠক চলে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, পুলিশের ডিআইজি ও জেলা পুলিশ সুপার। হেফাজতে ইসলামের পক্ষে যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মুনীর, সহকারী অর্থ সম্পাদক আহসান উল্লাহ এবং মাদ্রাসা শিক্ষক মুফতি জসিমউদ্দিন ও ইয়াহিয়া উপস্থিত ছিলেন। কিন্তু ওসি প্রত্যাহারসহ হেফাজত নেতাদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়ায় প্রথম বৈঠকটি ব্যর্থ হয়।
পরে রাত ১১টা থেকে আবার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে হেফাজত নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের কিছু দাবি মেনে নেয়া হয়েছে। আর সংসদ সদস্য ও ডিআইজি বলেছেন, তাঁরা কিছু দাবি মেনে নিয়েছেন। ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তবে এ বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ আগে হেফাজতের আমির মাদ্রাসার মাইকে শিক্ষার্থীদের মাদ্রাসায় ফেরার আহ্বান জানান। পরে তারা ফিরে গেলেও রাতে রাস্তায় ইটের দেয়ালটি তুলে দেন মাদ্রাসার ছাত্ররা।
রংপুরের পীরগাছায় বিএনপির এক নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁর অনুসারীরা। অবরোধ চলাকালে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মোস্তাফিজার রহমান রেজার ওপর হামলা চালানো হয় এবং তাঁর গাড়ি ভাঙ
২৮ মিনিট আগেবেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতি রোধে এবার ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বন্দরের অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি কাজ করবেন উপজেলা পরিষদের দুই ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যশোর জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির আদেশে স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী
৩০ মিনিট আগেকুষ্টিয়ার খোকসা উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে মাদক কারবারি শাহিন হোসেনের (৩৫) লাশ উদ্ধারের ঘটনায় রাকিবুল ইসলাম রাহুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রাহুল উপজেলার মাঠপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি শাহিনকে হত্যার দায় স্বীকার করেছেন।
৪২ মিনিট আগেখুলনা নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায় বাড়ির ভেতরে ঢুকে সোহেল (২৮) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। এর আগে গত ৩ আগস্ট একই এলাকায় দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনো তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
১ ঘণ্টা আগে