নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত প্রায় তিন মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজকর্ম। গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে স্থবিরতা। সঠিকভাবে তদারকি হচ্ছে না বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। এতে বিপাকে পড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন হালিমা খাতুন। বদলিজনিত কারণে তিনি গত ২৭ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে বিদায় নেন। তাঁর বিদায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুজনকে পদায়ন করা হলেও তাঁদের কেউই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করছেন। গত ২২ মে তিনিও বদলি হলে নতুন আরেকজনকে পদায়ন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পর্যায়ে প্রায় ৪৩টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে জড়িত আছেন। এ ছাড়াও তিনি নাসিরনগর উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করেন। ইউএনও না থাকায় এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের দায়িত্ব থাকলেও ইউএনও না থাকায় সেটিও হচ্ছে না ঠিকভাবে।
ইউএনও অফিসে সেবা নিতে আসা ইলিয়াস মিয়া বলেন, ‘আমি বৃহস্পতিবার জায়গা সংক্রান্ত সমস্যার কাজে স্যারের খোঁজ নিতে যায়। তখন অফিসের একজন বলেন, ‘‘ইউএনও নেই। স্যার খেলার কাজে জেলায় গেছে, রোববার আসবেন।’
উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বলেন, ‘এসিল্যান্ড নতুন এসেছেন। ফলে একজনের পক্ষে এতগুলো দায়িত্ব পালন করা আসলেই কঠিন। তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সামনে জুন মাস আসছে, ইউএনও পদায়ন করা হলে ভালো হতো।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘গত তিন মাস ধরে ইউএনও স্যার নাই। ইউএনও না থাকায় এসিল্যান্ড স্যার দায়িত্ব পালন করতেন। কয়েক দিন আগে তিনিও বদলি হয়ে গেছেন। নতুন এসিল্যান্ড স্যার দেওয়া হলেও ইউএনও না থাকলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাজ করতে সমস্যায় পড়তে হয়।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন বলেন, ইউএনও না থাকায় উপজেলা পরিষদসহ সাধারণ মানুষের বিভিন্ন কাজকর্মে সমস্যা হচ্ছে। দ্রুত একজন ইউএনও পদায়ন করা প্রয়োজন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন জানান, জেলায় নাসিরনগর ও আখাউড়া উপজেলায় ইউএনও পদ খালি আছে। দুটিই জায়গায়ই গুরুত্বপূর্ণ। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ইউএনও চলে আসবে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত প্রায় তিন মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজকর্ম। গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে স্থবিরতা। সঠিকভাবে তদারকি হচ্ছে না বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। এতে বিপাকে পড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন হালিমা খাতুন। বদলিজনিত কারণে তিনি গত ২৭ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে বিদায় নেন। তাঁর বিদায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুজনকে পদায়ন করা হলেও তাঁদের কেউই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করছেন। গত ২২ মে তিনিও বদলি হলে নতুন আরেকজনকে পদায়ন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পর্যায়ে প্রায় ৪৩টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে জড়িত আছেন। এ ছাড়াও তিনি নাসিরনগর উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করেন। ইউএনও না থাকায় এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের দায়িত্ব থাকলেও ইউএনও না থাকায় সেটিও হচ্ছে না ঠিকভাবে।
ইউএনও অফিসে সেবা নিতে আসা ইলিয়াস মিয়া বলেন, ‘আমি বৃহস্পতিবার জায়গা সংক্রান্ত সমস্যার কাজে স্যারের খোঁজ নিতে যায়। তখন অফিসের একজন বলেন, ‘‘ইউএনও নেই। স্যার খেলার কাজে জেলায় গেছে, রোববার আসবেন।’
উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বলেন, ‘এসিল্যান্ড নতুন এসেছেন। ফলে একজনের পক্ষে এতগুলো দায়িত্ব পালন করা আসলেই কঠিন। তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সামনে জুন মাস আসছে, ইউএনও পদায়ন করা হলে ভালো হতো।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘গত তিন মাস ধরে ইউএনও স্যার নাই। ইউএনও না থাকায় এসিল্যান্ড স্যার দায়িত্ব পালন করতেন। কয়েক দিন আগে তিনিও বদলি হয়ে গেছেন। নতুন এসিল্যান্ড স্যার দেওয়া হলেও ইউএনও না থাকলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাজ করতে সমস্যায় পড়তে হয়।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন বলেন, ইউএনও না থাকায় উপজেলা পরিষদসহ সাধারণ মানুষের বিভিন্ন কাজকর্মে সমস্যা হচ্ছে। দ্রুত একজন ইউএনও পদায়ন করা প্রয়োজন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন জানান, জেলায় নাসিরনগর ও আখাউড়া উপজেলায় ইউএনও পদ খালি আছে। দুটিই জায়গায়ই গুরুত্বপূর্ণ। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ইউএনও চলে আসবে।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
৪০ মিনিট আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে