Ajker Patrika

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

থানচি (বান্দরবান) প্রতিনিধি  
থানচিতে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা
থানচিতে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচিতে কারবারি হেডম্যানের মাধ্যমে পাহাড়িদের বিয়ে নিবন্ধন চলতি মার্চ থেকে শুরু হবে। এ জন্য প্রতিটি কারবারি হেডম্যানের হাতে নিবন্ধন বই দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদের হলরুমে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের মিলন মেলা ও প্রথাগতবিষয়ক আলোচনা সভায় এসব কথা জানানো হয়।

‘হেডম্যান কারবারি একসঙ্গে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি’ এই প্রতিপাদ্যে বোমাং সার্কেল হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, সদস্য আইনজীবী উবাথোয়াই মারমা, ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানার ওসি নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বোমাং সার্কেলের হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সম্পাদক উনিংহ্লা মারমা প্রমুখ।

উপজেলা হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি বাথোয়াইচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক উবামং কারবারি, হেডম্যান শিমন ত্রিপুরা, পিটর কারবারি, ঞোহ্লা কারবারি, জ্ঞানলাল কারবারি প্রমুখ। সঞ্চালনা করেন হেডম্যান মুইশৈথুই মারমা।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার ১১টি মৌজাপ্রধান হেডম্যান, ২৪২টি গ্রামের প্রধান, সরকারি, বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত