Ajker Patrika

বিপৎসীমার ওপরে মুহুরি নদীর পানি, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
Thumbnail image

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল রোববার রাত থেকে পরশুরাম উপজেলার মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ সোমবার দুপুরে মুহুরি নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর (স্বাভাবিক বিপৎসীমা ১৩ দশমিক ০০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুর থেকেই উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে মুহুরি নদীর বেড়িবাঁধ ভেঙে পূর্ব অলকা, পশ্চিম অলকাসহ তিনটি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

 
অপরদিকে মুহুরি নদীর ফুলগাজি উপজেলায় বেড়ি বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজি উপজেলার সদরের বরইয়া ও দৌলতপুর এলাকায় বেড়িবাঁধ ভাঙনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সোমবার দুপুর থেকে পরশুরাম-ফেনী সড়কের ফুলগাজী বাজারে পানি উঠেছে। এতে বাজারের দোকানে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। 

মুহুরি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পাড়ের এবং উপজেলার নিম্নাঞ্চলের নদীকূলবর্তী কয়েক হাজার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। 
অপর দিকে পরশুরামের একাধিক স্থানে নদীর বেড়িবাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। 

স্থানীয়রা জানান, উপজেলার চিথলিয়া ইউনিয়নের রতনপুর এলাকায় সোমবার সকালে ভাঙনের ঝুঁকি দেখা দিলে গ্রামবাসী বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকাতে সক্ষম হয়েছে। একই ইউনিয়নের রামপুর এলাকায় কয়েকটি স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ এলাকাবাসী আশঙ্কা করছেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অজিত দেব নাথ বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক সতর্ক অবস্থায় রয়েছে। নদী ভাঙন ও বন্যা কবলিত হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সহযোগিতার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। 

চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ইউনিয়নের একাধিক স্থানে ভাঙনের ঝুঁকি রয়েছে। যেকোনো মুহূর্তে বেড়িবাঁধে ভাঙন দেখা দিতে পারে। 

চেয়ারম্যান আরও বলেন, পরশুরাম বাসীর দুঃখ কখনো শেষ হবে না। প্রতিবছর বর্ষা মৌসুম আসলে নদী তীর কুলবর্তী এলাকার মানুষকে আতঙ্কে দিন কাটতে হয়। প্রতি বছর বেড়িবাঁধ ভাঙনের কারণে বিস্তীর্ণ এলাকা ফসলি জমি, মাছের ঘেরসহ ব্যাপক ক্ষতি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত