Ajker Patrika

মধ্যরাতে চিৎকার-চেঁচামেচি, কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৭: ৫৫
মধ্যরাতে চিৎকার-চেঁচামেচি, কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে চিৎকার-চেঁচামেচির অভিযোগে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাত ২টার দিকে পৌরসভার ওবায়দুল কাদের এমপি সড়ক (বাইপাস) থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

আটকেরা হলেন—তাহসিন সালমান (১৮), মাহমুদুর রহমান জিসান (১৮), সৈকত হোসেন (২২), আবদুল আল মামুন (১৮), ইকবাল তাহসিন (১৮), আরিফুর রহমান (১৮), মোনতাকিম হোসেন (১৮), ইসপার হুদা তাবিব (১৮), মেহেদী হাসান (১৮), আবিদ শাহরিয়ার সিফাত (১৮), আহনাফ মাহি (১৮) ও সাইফুল ইসলাম (১৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভা রামদি ওবায়দুল কাদের এমপি সড়কে (বাইপাস) গভীর রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে আসছিল। স্থানীয়রা চেষ্টা করেও তাদের ওই স্থান থেকে সরাতে পারেনি। নিরুপায় হয়ে আশপাশের তাঁরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ওই সড়কে গভীর রাতে প্রায় বিভিন্ন ধরনের অপরাধের খবর পাওয়া যায়। রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের চিৎকার ও উচ্ছৃঙ্খল আচরণের খবর পেয়ে তাঁদের আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত