Ajker Patrika

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান ও ১২ অটোরিকশা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ০৮
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান ও ১২ অটোরিকশা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা-টমটম পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে শীলকুপ ইউনিয়নের জালিয়াখালী বাজারের উত্তর পাশে গোদারপাড়সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শীলকুপ ইউনিয়নের জালিয়াখালী বাজারের পাশের এক এলাকায় আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে পাঁচটি দোকান ও একটি গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা (টমটম) সম্পূর্ণ পুড়ে যায়।

জালিয়াখালী নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আবু তালেব জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন অটোরিকশা গ্যারেজের মালিক মো. সিকান্দার, মুদির দোকানদার মো. হাশেম সওদাগর, বিস্কুটের ডিলার মো. হেলাল, চালের দোকানদার মো. শফি আলম এবং ধান ও ভুসির দোকানদার মো. মোস্তাফা আলী। ক্ষতিগ্রস্ত অটোরিকশা-টমটমের মালিকেরা হলেন আবুল কাশেম, মো. ইসমাইল, জিয়াউর রহমান, মো. ছাবের, রবিউল আলম, আব্দুল হাকিম, শাহ আলম, মনির আহমদ, মো. তরিকুল ইসলাম, মো. ফখর উদ্দিন, মো. নুরুল গণি ও মো. হেলাল।

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুটি পৃথক ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তদের তথ্যমতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ লক্ষাধিক টাকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত