Ajker Patrika

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু, আহত-৩

প্রতিনিধি, সুবর্ণচর (নোয়াখালী)
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু, আহত-৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে রনি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার দাদি ও বোনসহ আরও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে উত্তর কাটাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রনি আক্তার উপজেলা হালিম বাজারের ব্যবসায়ী নুরুল হক মিয়ার মেয়ে। সে স্থানীয় চর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। আহতরা হলেন, নুর জাহান বেগম (৭০), সোনিয়া আক্তার (১৫) ও তানিয়া আক্তার (১২)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে ধানের খড় মজুত রাখার জন্য একটি কাঁচা গাছ কাটা হয়। এ সময় গাছটির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে গাছটি লাগলে বিদ্যুতায়িত হয়ে চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সাব্বির আহমেদ জানান, এলাকাবাসী রনি আক্তারকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বাকি তিনজন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত