চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ হেফাজত থেকে জাহিদ হাসান (১৫) নামে এক কিশোর অপরাধী পালিয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ডলি রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। সে দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত কিশোর অপরাধী। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধনাগারে রাখা হয়। আজ চট্টগ্রামের আদালতে তার মামলার হাজিরার তারিখ ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল ও কনস্টেবল নজরুল তাকে আদালতে হাজিরা শেষে একটি গণপরিবহনে করে পুনরায় গাজীপুরে নেওয়ার পথে বিকেলে মহাসড়কের ডলি রিসোর্ট হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় জাহিদ হাসান বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজার কড়া নেড়ে ভেতর থেকে বন্ধ পায়।
অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া শব্দ পায়নি। কৌশলে সে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা–পুলিশের একাধিক দল ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
হাবিলদার কামরুল বলেন, ‘চট্টগ্রামের আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধনাগারে নেওয়ার পথে বাসটি হোটেল ডলিতে যাত্রা বিরতি করে। এ সময় কিশোর জাহিদ হাসান বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দিই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কিশোর জাহিদ হাসানকে আটক করতে কাজ করছে।’
চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ হেফাজত থেকে জাহিদ হাসান (১৫) নামে এক কিশোর অপরাধী পালিয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ডলি রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। সে দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত কিশোর অপরাধী। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধনাগারে রাখা হয়। আজ চট্টগ্রামের আদালতে তার মামলার হাজিরার তারিখ ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল ও কনস্টেবল নজরুল তাকে আদালতে হাজিরা শেষে একটি গণপরিবহনে করে পুনরায় গাজীপুরে নেওয়ার পথে বিকেলে মহাসড়কের ডলি রিসোর্ট হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় জাহিদ হাসান বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজার কড়া নেড়ে ভেতর থেকে বন্ধ পায়।
অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া শব্দ পায়নি। কৌশলে সে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা–পুলিশের একাধিক দল ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
হাবিলদার কামরুল বলেন, ‘চট্টগ্রামের আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধনাগারে নেওয়ার পথে বাসটি হোটেল ডলিতে যাত্রা বিরতি করে। এ সময় কিশোর জাহিদ হাসান বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দিই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কিশোর জাহিদ হাসানকে আটক করতে কাজ করছে।’
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মো. সাকিব ও সদস্যসচিব মো. ইয়াছিন এ দুই কমিটির অনুমোদন দেন।
১০ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে দুই শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মায়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি। মাকসুদ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। আজ বুধবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
২৯ মিনিট আগে