নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মাদক মামলায় তিন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। রায়ে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন-মো. ইব্রাহিম (২৬), জাহেদ হোসেন (২৫) ও মাহমুদুল হক (২৩)। তাঁরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে হাজির ছিলেন। এদের মধ্যে দুজন ছিলেন হাজতি, আরেকজন জামিনে। রায়ের পর সাজা মূলে পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। এই মামলায় সহযোগিতা করেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নূরজাহান ইসলাম মুন্না।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ ডিসেম্বর তিন যুবক দুটি মোটরসাইকেলে করে বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘির পাড় অতিক্রমের সময় পটিয়া ও আনোয়ারা থানা–পুলিশের তল্লাশি চৌকিতে তাদের আটক করা হয়। ওই সময় তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সে সময় পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের মধ্যে মাহমুদুল হক টেকনাফ কলেজের অনার্সের এবং জাহেদ এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আর ইব্রাহিম ছিল কৃষি শ্রমিক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তিন লাখ টাকার চুক্তিতে তারা ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে এসেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আনোয়ারা থানায় গ্রেপ্তার তিনজনসহ চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
মামলার অভিযোগপত্রে পুলিশ তিনজনকে আসামি করে। অভিযোগ গঠনের পর ৩১ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ মোট ২১ জন সাক্ষী আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বুধবার আদালত তাঁদের এই সাজা দেন।
চট্টগ্রামে মাদক মামলায় তিন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। রায়ে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন-মো. ইব্রাহিম (২৬), জাহেদ হোসেন (২৫) ও মাহমুদুল হক (২৩)। তাঁরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে হাজির ছিলেন। এদের মধ্যে দুজন ছিলেন হাজতি, আরেকজন জামিনে। রায়ের পর সাজা মূলে পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। এই মামলায় সহযোগিতা করেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নূরজাহান ইসলাম মুন্না।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ ডিসেম্বর তিন যুবক দুটি মোটরসাইকেলে করে বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘির পাড় অতিক্রমের সময় পটিয়া ও আনোয়ারা থানা–পুলিশের তল্লাশি চৌকিতে তাদের আটক করা হয়। ওই সময় তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সে সময় পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের মধ্যে মাহমুদুল হক টেকনাফ কলেজের অনার্সের এবং জাহেদ এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আর ইব্রাহিম ছিল কৃষি শ্রমিক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তিন লাখ টাকার চুক্তিতে তারা ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে এসেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আনোয়ারা থানায় গ্রেপ্তার তিনজনসহ চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
মামলার অভিযোগপত্রে পুলিশ তিনজনকে আসামি করে। অভিযোগ গঠনের পর ৩১ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ মোট ২১ জন সাক্ষী আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বুধবার আদালত তাঁদের এই সাজা দেন।
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
১৫ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
৩৩ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
৪৪ মিনিট আগেকাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। ক
১ ঘণ্টা আগে