লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় জাকির হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার করুণানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যার দায় স্বীকার করেছেন।
এ দিকে আজ সকালে নিহত বাদশা মিয়ার ছেলে বাদী হয়ে রামগতি থানায় জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার জাকির হোসেন সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
নিহতরা হলেন রামগতি উপজেলার চরবাদামের চর কলাকোপা এলাকার বাদশা মিয়া ও তাঁর মেয়ে রাশেদা আক্তার।
পুলিশ ও এলাকাবাসী বলছে, চার বছর আগে রাশেদা ও জাকিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের সংসারে পারিবারিক বিরোধ লেগে ছিল। যৌতুকের টাকার জন্য রাশেদা আক্তারের ওপর জাকির হোসেন সুমন নির্যাতন চালাতেন বলেও দাবি করেন তাঁর পরিবারের লোকেরা। একপর্যায়ে রাশেদাকে বাড়িতে নিয়ে আসেন তাঁর বাবা-মা। ২০ দিন আগে গোপনে রাশেদা আক্তারকে অন্যত্র বিয়ে দেয় তাঁর পরিবার।
এদিকে অনেক দিন পার হলেও স্ত্রী রাশেদা ফিরে না আসায় বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান জাকির হোসেন সুমন। তখন স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এসব নিয়ে বাগ্বিতণ্ডা শুরু করেন জাকির। একপর্যায়ে স্ত্রী রাশেদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রাশেদার বাবা বাদশা মিয়া ও মা আঙ্কুরি বাধা দিতে এলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা আক্তার ও তাঁর বাবা বাদশা মিয়া মারা যান। আহত অবস্থায় আঙ্কুরিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা বলছে, মাগরিবের নামাজ পড়ছিলেন রাশেদা আক্তারসহ পরিবারের লোকজন। নামাজ শেষ করে বসে ছিলেন তাঁরা। হঠাৎ ঘরে ঢুকে বাগ্বিতণ্ডা শুরু করেন জাকির। একপর্যায়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। এ সময় রাশেদার বাবা-মা বাধা দিতে গেলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান জাকির। এতে বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার জন্য জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত জাকির হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ে তাঁকে গ্রেপ্তার করার মাধ্যমে মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। অল্প সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।’
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় জাকির হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার করুণানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যার দায় স্বীকার করেছেন।
এ দিকে আজ সকালে নিহত বাদশা মিয়ার ছেলে বাদী হয়ে রামগতি থানায় জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার জাকির হোসেন সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
নিহতরা হলেন রামগতি উপজেলার চরবাদামের চর কলাকোপা এলাকার বাদশা মিয়া ও তাঁর মেয়ে রাশেদা আক্তার।
পুলিশ ও এলাকাবাসী বলছে, চার বছর আগে রাশেদা ও জাকিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের সংসারে পারিবারিক বিরোধ লেগে ছিল। যৌতুকের টাকার জন্য রাশেদা আক্তারের ওপর জাকির হোসেন সুমন নির্যাতন চালাতেন বলেও দাবি করেন তাঁর পরিবারের লোকেরা। একপর্যায়ে রাশেদাকে বাড়িতে নিয়ে আসেন তাঁর বাবা-মা। ২০ দিন আগে গোপনে রাশেদা আক্তারকে অন্যত্র বিয়ে দেয় তাঁর পরিবার।
এদিকে অনেক দিন পার হলেও স্ত্রী রাশেদা ফিরে না আসায় বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান জাকির হোসেন সুমন। তখন স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এসব নিয়ে বাগ্বিতণ্ডা শুরু করেন জাকির। একপর্যায়ে স্ত্রী রাশেদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রাশেদার বাবা বাদশা মিয়া ও মা আঙ্কুরি বাধা দিতে এলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা আক্তার ও তাঁর বাবা বাদশা মিয়া মারা যান। আহত অবস্থায় আঙ্কুরিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা বলছে, মাগরিবের নামাজ পড়ছিলেন রাশেদা আক্তারসহ পরিবারের লোকজন। নামাজ শেষ করে বসে ছিলেন তাঁরা। হঠাৎ ঘরে ঢুকে বাগ্বিতণ্ডা শুরু করেন জাকির। একপর্যায়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। এ সময় রাশেদার বাবা-মা বাধা দিতে গেলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান জাকির। এতে বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার জন্য জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত জাকির হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ে তাঁকে গ্রেপ্তার করার মাধ্যমে মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। অল্প সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে