Ajker Patrika

বন্দরের বে টার্মিনাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বন্দরের বে টার্মিনাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করতে যান।

এ সময় ড. আহমদ কায়কাউস বলেন, বে টার্মিনাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন। এখানে সাগরপাড়ের বিপুল সম্ভাবনা আছে। বে টার্মিনাল, রিং রোড প্রকল্প বাস্তবায়নের কারণে পুরো এলাকার চিত্র পাল্টে যাবে। ভবিষ্যতে দেশের আমদানি রপ্তানির গতি সামাল দিতে এ টার্মিনাল গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই দ্রুততম সময়ে এটির নির্মাণ কাজ শেষ করা দরকার।

বন্দর চেয়ারম্যান বলেন, বে টার্মিনাল মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পেয়েছি। এখন দ্রুততম সময়ে কনসালট্যান্ট নিয়োগ করে আমরা প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাব।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্প এলাকা পরিদর্শনের পর বে টার্মিনালের হাইড্রোগ্রাফিক তথ্য, জমি অধিগ্রহণ ও ডিটেইল ডিজাইন তুলে ধরেন বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমান, উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান ও নির্বাহী প্রকৌশলী রাফিউল আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত