Ajker Patrika

ঘন কুয়াশায় ৯ ঘণ্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি
Thumbnail image

ঘন কুয়াশায় নয় ঘণ্টা বন্ধের পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই পাড়ে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

ভোলাগামী পণ্যবাহী ট্রাকের চালক রবিউল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে ঘাটে আটকা পড়ে আছি। কবে যেতে পারব তাও নিশ্চিত নয়। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা আছে। এখনো সিরিয়াল পাইনি। এই শীতে অনেক কষ্ট হচ্ছে।’

বরিশালগামী অপর যাত্রী জানান, নদীপথে অনেক কুয়াশা। ফেরি ও লঞ্চ চলছে না। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকা আছি। কুয়াশা কিছুটা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হয়। স্ত্রী-সন্তান নিয়ে শীতে দুর্ভোগের মধ্যে ছিলাম।

এদিকে মজুচৌধূরীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মো. কাউছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে রাত ১টা থেকে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ঘন কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ব্যবস্থাপক কাউছার বলেন, লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ এই নৌপথ দিয়ে যাতায়াত করে। এ ছাড়া নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ঠিকমতো ফেরি চলাচল করা যাচ্ছে না। এখন কুয়াশায় আরও প্রভাব ফেলেছে। ফলে ভোগান্তি বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত