Ajker Patrika

সোনাগাজীতে যুবলীগ নেতার মৃত্যু ঘটনায় গ্রেপ্তার ২

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯: ৫৯
সোনাগাজীতে যুবলীগ নেতার মৃত্যু ঘটনায় গ্রেপ্তার ২

ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা বিপ্লবের রহস্যজনক মৃত্যুর মামলায় এজাহার নামীয় দুই আসামিকে র‍্যাব-৭ সদস্যদের সহযোগিতায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আলী মর্তুজা ও করিমকে সোনাগাজী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে এ মামলায় অপর দুই আসামি আওয়ামী লীগ নেতা মো. রফিক ও যুবলীগ নেতা নাজিম হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছেন।

মৃত্যুর ঘটনার পরদিন ৯ মার্চ বিপ্লবের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয়, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিক, ইউনিয়ন যুবলীগ নেতা নাজিম, আলী মর্তূজা ও করিমুল হক এবং অজ্ঞাতনামা আরও ৭ / ৮ জনকে। মামলার পর গা ঢাকা দেন আসামিরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) মাইন উদ্দিন বলেন, ‘র‍্যাব-৭ ফেনীর সদস্যদের সহযোগিতায় সোমবার ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি।’

২ আসামি গ্রেপ্তারের বিষয়ে নিহত বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ‘আমি চাই সকল আসামি গ্রেপ্তার হোক। বিশেষ করে মূল অভিযুক্ত মো. রফিক ও নাজিমকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। আমার স্বামীর মৃত্যুর পর ছোট ছোট তিনটি শিশু সন্তানকে নিয়ে আমি অসহায় জীবন পার করছি।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ খালেদ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ৮ মার্চ বুধবার দুপুরে রহস্যজনক মৃত্যু হয় সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকসুদ আলম বিপ্লবের। ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত