নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে বাসায় ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. সোহেল (৪৯) নামের একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনিরা এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সোহেল চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা এলাকার জামাল উদ্দিনের ছেলে। চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রশীদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুর রশীদ বলেন, ‘ঘটনার সময় সোহেলের বিরুদ্ধে ৩০২ ও ৩৯৪ দুটি ধারায় মামলা হয়েছিল। ৩০২ ধারায় তাঁকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং একই রায়ে দণ্ডবিধির ৩৯৪ ধারায় আসামিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৪ এপ্রিল নগরের কোতোয়ালি এলাকায় রোকসানা আক্তার মনি নামে এক ব্যবসায়ীর স্ত্রী খুন হন। মূলত ওই বাসা থেকে টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই বাসায় প্রবেশ করেছিলেন পূর্বপরিচিত সোহেল। প্রথমে বাসায় প্রবেশ করে ব্যবসায়ীর স্ত্রী থেকে কিছু টাকা দাবি করে না পাওয়ায় ক্ষিপ্ত হন তিনি। পরে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এরপর বাসার ভেতর আগুন ধরিয়ে দেন।
এই হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এই মামলার মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
চট্টগ্রাম নগরীতে বাসায় ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. সোহেল (৪৯) নামের একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনিরা এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সোহেল চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা এলাকার জামাল উদ্দিনের ছেলে। চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রশীদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুর রশীদ বলেন, ‘ঘটনার সময় সোহেলের বিরুদ্ধে ৩০২ ও ৩৯৪ দুটি ধারায় মামলা হয়েছিল। ৩০২ ধারায় তাঁকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং একই রায়ে দণ্ডবিধির ৩৯৪ ধারায় আসামিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৪ এপ্রিল নগরের কোতোয়ালি এলাকায় রোকসানা আক্তার মনি নামে এক ব্যবসায়ীর স্ত্রী খুন হন। মূলত ওই বাসা থেকে টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই বাসায় প্রবেশ করেছিলেন পূর্বপরিচিত সোহেল। প্রথমে বাসায় প্রবেশ করে ব্যবসায়ীর স্ত্রী থেকে কিছু টাকা দাবি করে না পাওয়ায় ক্ষিপ্ত হন তিনি। পরে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এরপর বাসার ভেতর আগুন ধরিয়ে দেন।
এই হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এই মামলার মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অনেক ডিফিকাল্টিজের মধ্যে আছি। গোপালগঞ্জের ঘটনা সবাই দেখেছেন। আমাদের ওপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে নানাভাবে।’ আজ রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকার মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে....
৪ মিনিট আগেমাদ্রাসার সুপার মো. আব্দুল মন্নান বলেন, ‘বছরের পর বছর আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবন পরিদর্শন করে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছেন। কিন্তু তারপরও কোনো সংস্কার হয়নি, বরাদ্দও আসেনি। আজ শিক্ষার্থীরা আহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
৯ মিনিট আগেগায়েবি জানাজায় অংশ নেওয়া রাজিমুজ্জামান হৃদয় বলেন, ‘সিটি করপোরেশন আমাদের দেওয়া করের টাকায় চললেও, আমাদের দুর্ভোগের দায় নিচ্ছে না। দুই বছর ধরে সড়কের এই দুরবস্থা। আমরা গর্তে নয়, রাস্তায় চলতে চাই। আমরা মনে করি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই সড়কে গায়েবি জানাজা। বেঁচে থাকলে তো সড়কটি চলাচল করার মতো
১৬ মিনিট আগে