Ajker Patrika

বাঘাইছড়িতে যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১০: ২৬
Thumbnail image

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ১, ২, ৩, ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় বাঘাইছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আয়নামতি আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌর যুবদলের আহ্বায়ক মো. নিজাম উদ্দিন ও সদস্যসচিব মো. ওমর ফারুকের স্বাক্ষরিত পত্রে কমিটি অনুমোদন দেওয়া হয়। 

এ সময় ১ নম্বর ওয়ার্ডে মো. ইলিয়াসকে আহ্বায়ক ও মো. মমিনকে সদস্যসচিব; ২ নম্বর ওয়ার্ডে মো. আলী তারেককে (তারা) আহ্বায়ক ও মো. বশির আহমেদকে সদস্যসচিব; ৩ নম্বর ওয়ার্ডে মো. মনিরকে আহ্বায়ক ও মো. কাইয়ুমকে সদস্যসচিব; ৫ নম্বর ওয়ার্ডে মো. ইকবালকে আহ্বায়ক ও মো. আজগরকে সদস্যসচিব; ৬ নম্বর ওয়ার্ডে মো. মনিরুজ্জামানকে (লাভলু) আহ্বায়ক ও মো. আইয়ুবকে সদস্যসচিব; ৭ নম্বর ওয়ার্ডে মো. ফজল করিমকে আহ্বায়ক ও মো. মোক্তার হোসেনকে সদস্যসচিব; ৯ নম্বর ওয়ার্ডে মো. মোমিনুল হককে আহ্বায়ক ও মো. ওসমান গনিকে সদস্যসচিব করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। 

পরে পৌর যুবদলের সদস্যসচিব মো. ওমর ফারুকের সঞ্চালনায় এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. নিজামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন (বাবু) ও প্রধান বক্তা উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, বিশেষ অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ খাজাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুমোদন দেওয়া সাত আহ্বায়ক কমিটিকে আগামী সাত দিনের মধ্যে বাকি সদস্যদের নাম সংযোজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত