Ajker Patrika

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ও নতুন ভাড়া নির্ধারণের দাবিতে রাঙামাটি শহরে সিএনজিচালিত সকল অটোরিকশা বন্ধ রেখেছে চালকেরা। আজ শনিবার সকাল থেকে এ কর্মসূচি পালন করেন তারা। এতে রাঙামাটি শহরে একমাত্র এ গণপরিবহনটি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। 

সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে গুটিকয়েক অটোরিকশা চলাচলের সময় যাত্রী নামিয়ে দিতেও দেখা যায়। শহরের ভেদভেদী, কলেজ গেট, বনরূপা, চৌমুহনীতে অটোরিকশা আটকাচ্ছেন অটো রিকশাচালকেরা। 

অটোরিকশা মালিক সমিতির নেতারা বলছেন, সরকার তেলের দাম রাতের আঁধারে নির্ধারণ করে দিলেও ভাড়া নির্ধারণ করে দেয়নি। ফলে যাত্রীরা ভাড়া দিতে রাজি হচ্ছে না। এ নিয়ে যাত্রীরা বিভিন্ন এলাকায় অটোরিকশা চালককে মারধর করেছে। সেই সঙ্গে ভাড়া নির্ধারণ করা না হলে এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতারা। 

রাঙামাটি অটোরিকশা চালক সমিতির সভাপতি পরশ মজুমদার বলেন, ‘আমাদের দেড় হাজারের বেশি সিএনজি চলে। নামটি সিএনজি হলেও রাঙামাটিতে গ্যাস না থাকায় আমাদের সিএনজিগুলো অকটেন দিয়ে চলে। আমরা অনেক সহ্য করে আসছি। জেলা প্রশাসকের অনুরোধে এত দিন ভাড়া বাড়াইনি। কিন্তু এবার বাধ্য হচ্ছি। ভাড়া নির্ধারণে একটা সমাধান না হলে আমরা ধর্মঘট করে যাব।’

 এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সমস্যাটি যেহেতু জাতীয় সমস্যা তাই আমার পক্ষ থেকে কোনো কিছু করা সম্ভব নয়। কাল (রোববার) কেন্দ্রীয়ভাবে বৈঠক হবে তখন বিষয়টি নিয়ে একটা সমাধান আসবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত