কক্সবাজার প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ৬ লাখ ৫ হাজার ২৭৫ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। এ ছাড়া জরুরিসেবা দিতে প্রস্তুত রয়েছে ৯ হাজার স্বেচ্ছাসেবক। দূর্যোগের কারণে সরকারি অফিস আদালতে সবধরণের ছুটি বাতিল করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিত্রাংয়ের মোকাবিলায় গতকাল রোববার সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সভাপতিত্ব করেন। সভায় এই ঘূর্ণিঝড় মোকাবিলায় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ৬ লাখ ৫ হাজার ২৭৫ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। জেলা ও উপজেলাপর্যায়ে খোলা হয়েছে ৯ টি নিয়ন্ত্রণ কক্ষ। প্রস্তুত রাখা হয়েছে ১০৪ টি মেডিকেল টিম। এ ছাড়া ৩২৩ মেট্র্রিকটন চাল, ৮ লাখ ২৫ হাজার নগদ টাকা ও এক হাজার ১৯৮ প্যাকেট শুকনো খাবার, ৩৫০ কার্টুন ড্রাই কেক, ৪০০ কার্টুন বিস্কুট মজুত রয়েছে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিবিড় পর্যবেক্ষণে রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী তানজিদ সাইফ আহমেদ বলেন, স্বাভাবিকের চেয়ে উপকূলীয় এলাকায় জোয়ারের পানির উচ্চতা ৫ থেকে ৬ ফুট বেড়েছে। সৈকতের লাবণী পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে। তবে অন্য কোথাও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। পাউবোর লোকজন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণে রেখেছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ৬ লাখ ৫ হাজার ২৭৫ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। এ ছাড়া জরুরিসেবা দিতে প্রস্তুত রয়েছে ৯ হাজার স্বেচ্ছাসেবক। দূর্যোগের কারণে সরকারি অফিস আদালতে সবধরণের ছুটি বাতিল করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিত্রাংয়ের মোকাবিলায় গতকাল রোববার সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সভাপতিত্ব করেন। সভায় এই ঘূর্ণিঝড় মোকাবিলায় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ৬ লাখ ৫ হাজার ২৭৫ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। জেলা ও উপজেলাপর্যায়ে খোলা হয়েছে ৯ টি নিয়ন্ত্রণ কক্ষ। প্রস্তুত রাখা হয়েছে ১০৪ টি মেডিকেল টিম। এ ছাড়া ৩২৩ মেট্র্রিকটন চাল, ৮ লাখ ২৫ হাজার নগদ টাকা ও এক হাজার ১৯৮ প্যাকেট শুকনো খাবার, ৩৫০ কার্টুন ড্রাই কেক, ৪০০ কার্টুন বিস্কুট মজুত রয়েছে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিবিড় পর্যবেক্ষণে রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী তানজিদ সাইফ আহমেদ বলেন, স্বাভাবিকের চেয়ে উপকূলীয় এলাকায় জোয়ারের পানির উচ্চতা ৫ থেকে ৬ ফুট বেড়েছে। সৈকতের লাবণী পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে। তবে অন্য কোথাও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। পাউবোর লোকজন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণে রেখেছে।
আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়েছে, এতদ্দ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৬ মার্চ (মঙ্গলবার) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে র
২৯ মিনিট আগেকুষ্টিয়ায় শারমিন সুলতানা নামের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। প্রতারণার নানা অভিযোগ তুলে একদল নারী ওই চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে তাঁকে উদ্ধারে যাওয়া স্বামী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাসুদ রানাও মারধরের শিকার হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরে অর্জুন দাস আগরওয়ালা সড়কে লাইফ ডায়াগনস্টিক
৩১ মিনিট আগে‘যুক্তবর্ণ মুক্ত করি, নতুন নতুন শব্দ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে শিশুদের নিয়ে আয়োজিত হয়েছে ‘বর্ণমেলা’ অনুষ্ঠান। সোমবার দিনব্যাপী এই মেলার আয়োজন করে উপজেলার দিগরবাইদ সরকার প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই শিক্ষণীয় আয়োজন দেখে অভিভূত হয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ।
৩৫ মিনিট আগেভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন উত্তর শাখার বিএনপির সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়। পরে সম্মেলন না করেই নেতারা চলে যান।
৩৮ মিনিট আগে