পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পটিয়া উপজেলায় ২২টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানা–পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলা হল রুমে ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সব্যসাচী নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের জরুরি মুহূর্তে সেবা দিতে উপজেলার ১৭টি ইউনিয়নে ২২টি মেডিকেল টিমের ৬৬ জন লোক কাজ করবে। প্রতিটি টিমে তিনজন করে মেডিকেল টিমের সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগের মুহূর্তে কোথাও কোনো মেডিকেল সাপোর্ট প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স সহকারে ঘটনাস্থলে পৌঁছে যাবে। যে কোনো ধরনের জরুরি সেবা দিতে ০১৭৩০-৩২৪৪৫১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।’
ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, ‘আমাদের থানা ও ফাঁড়িসমূহ ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করবেন।’
ওসি আরও বলেন, ‘উপজেলার ১৭টি ইউনিয়নে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সব সাইক্লোন সেন্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেউ এসব সেন্টারে আসেনি। যে কোনো জরুরি সেবা দিতে ০১৩২০-১০৭৭৩৫ এ নম্বরে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।’
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পটিয়া উপজেলায় ২২টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানা–পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলা হল রুমে ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সব্যসাচী নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের জরুরি মুহূর্তে সেবা দিতে উপজেলার ১৭টি ইউনিয়নে ২২টি মেডিকেল টিমের ৬৬ জন লোক কাজ করবে। প্রতিটি টিমে তিনজন করে মেডিকেল টিমের সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগের মুহূর্তে কোথাও কোনো মেডিকেল সাপোর্ট প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স সহকারে ঘটনাস্থলে পৌঁছে যাবে। যে কোনো ধরনের জরুরি সেবা দিতে ০১৭৩০-৩২৪৪৫১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।’
ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, ‘আমাদের থানা ও ফাঁড়িসমূহ ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করবেন।’
ওসি আরও বলেন, ‘উপজেলার ১৭টি ইউনিয়নে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সব সাইক্লোন সেন্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেউ এসব সেন্টারে আসেনি। যে কোনো জরুরি সেবা দিতে ০১৩২০-১০৭৭৩৫ এ নম্বরে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।’
জীবিত তিন মামাকে ‘মৃত’ দেখিয়ে কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও বিক্রির অভিযোগ উঠেছে তাঁদের ভাগনের বিরুদ্ধে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী গ্রামে এ ঘটনা ঘটেছে।
২০ মিনিট আগেমহেশখালীর অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ভেসে থাকা এফবি ‘হাবিবা’ নামের একটি মাছ ধরার ট্রলার ও ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক সপ্তাহ আগে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ শিকার করতে ট্রলারটি সাগরে নেমেছিল।
২২ মিনিট আগেকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ট্রাক্টর ভাড়া নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি ট্রাক্টরটি ফেরত চাইলে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় দুই মাস আগে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
৩১ মিনিট আগেবিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই ৩৬ হলের আগের নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল। নাম পরিবর্তনের প্রতিবাদ ও আগের নাম বহাল রাখার দাবিতে গত ৯ জানুয়ারি রাত ৯টা থেকে ১টা পর্যন্ত হলে আন্দোলন করেন একদল ছাত্রী। এ ছাড়া কয়েক ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাধ্যক্ষ ও প্রক্টরের পদত্যাগের দাবি...
৩৭ মিনিট আগে