Ajker Patrika

পটিয়ায় ‘সিত্রাং’ মোকাবিলায় প্রস্তুত ২২ মেডিকেল টিম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৯: ০৮
পটিয়ায় ‘সিত্রাং’ মোকাবিলায় প্রস্তুত ২২ মেডিকেল টিম

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পটিয়া উপজেলায় ২২টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানা–পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলা হল রুমে ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সব্যসাচী নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের জরুরি মুহূর্তে সেবা দিতে উপজেলার ১৭টি ইউনিয়নে ২২টি মেডিকেল টিমের ৬৬ জন লোক কাজ করবে। প্রতিটি টিমে তিনজন করে মেডিকেল টিমের সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগের মুহূর্তে কোথাও কোনো মেডিকেল সাপোর্ট প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স সহকারে ঘটনাস্থলে পৌঁছে যাবে। যে কোনো ধরনের জরুরি সেবা দিতে ০১৭৩০-৩২৪৪৫১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।’

ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, ‘আমাদের থানা ও ফাঁড়িসমূহ ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করবেন।’ 

ওসি আরও বলেন, ‘উপজেলার ১৭টি ইউনিয়নে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সব সাইক্লোন সেন্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেউ এসব সেন্টারে আসেনি। যে কোনো জরুরি সেবা দিতে ০১৩২০-১০৭৭৩৫ এ নম্বরে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত