Ajker Patrika

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২১: ১৬
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার দুপুরে ফেনীর সদর উপজেলায় ও সকালে ছাগলনাইয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। 

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধুপুর সকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শারমিন (৩০) নামের এক গৃহবধূ নিহত হন। দুর্ঘটনায় আহত হন তাঁর স্বামী বেলাল হোসেন। 

বেলাল হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট পৌরসভার গোত্রশাল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

বেলাল জানান, তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে চট্টগ্রামের বারইয়ার হাট বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধুপুর রাস্তার মাথায় এলে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি ও তাঁর স্ত্রী ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। 

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে পালিয়ে যাওয়া মোটরসাইকেলচালককে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 

ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ হাসান ইমাম বলেন, সকালে ছাগলনাইয়া বল্লোবপুর রাস্তার ওপর সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোচালক নুর ইসলাম (৫৫) নিহত হন। নুর ইসলাম ছাগলনাইয়ার থানার মাস্টার বাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গের রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত