চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আহত বাস চালকের আব্দুল মান্নানের মৃত্যু হয়।
এর আগে ঘটনাস্থলে নারীসহ দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজন। আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের লালব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলা চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রামের জমির আহমদের স্ত্রী রুবিতা আক্তার (২৬), চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে ও পিকআপ ভ্যানচালক আবদুল শুক্কুর মুন্না (৪০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর গ্রামের কবির আহমদের ছেলে বশির মিয়া (৩৫) ও হারবাং ইউনিয়নের জমিদারপাড়ার মৃত শামসুল ইসলামের ছেলে ও বাসচালক আব্দুল মান্নান (৩৫)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় কক্সবাজারমুখী একটি কোম্পানির ওষুধ পরিবহনের পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও এক নারী নিহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ‘হারবাং লালব্রিজের অদূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের একজন বাস গাড়ির চালক চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায়।’
চিরিংগা হাইওয়ে থানার (পরিদর্শক) মাহবুবুল হক ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে দুজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও পিকআপভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আহত বাস চালকের আব্দুল মান্নানের মৃত্যু হয়।
এর আগে ঘটনাস্থলে নারীসহ দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজন। আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের লালব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলা চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রামের জমির আহমদের স্ত্রী রুবিতা আক্তার (২৬), চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে ও পিকআপ ভ্যানচালক আবদুল শুক্কুর মুন্না (৪০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর গ্রামের কবির আহমদের ছেলে বশির মিয়া (৩৫) ও হারবাং ইউনিয়নের জমিদারপাড়ার মৃত শামসুল ইসলামের ছেলে ও বাসচালক আব্দুল মান্নান (৩৫)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় কক্সবাজারমুখী একটি কোম্পানির ওষুধ পরিবহনের পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও এক নারী নিহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ‘হারবাং লালব্রিজের অদূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের একজন বাস গাড়ির চালক চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায়।’
চিরিংগা হাইওয়ে থানার (পরিদর্শক) মাহবুবুল হক ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে দুজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও পিকআপভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে