Ajker Patrika

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনে ৯ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২: ৩২
নালিতাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত বালুমহাল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের সময় ৯টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। ছবি: আজকের পত্রিকা
নালিতাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত বালুমহাল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের সময় ৯টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত বালুমহাল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের সময় ৯টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ৯ জন ট্রাকচালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার (৪ জুলাই) সকাল পর্যন্ত উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন—কালাকুমা গ্রামের জামির হোসেন (৩২), ময়মনসিংহের গাজী শেখ (২৮), রাকিব হোসেন (২২), আব্দুল রাসেল (২৫), জহুরুল ইসলাম খোকন (৪২), রুকন (২৭), আরিফুল ইসলাম সোহাগ (২২), কিশোরগঞ্জের মমিন মিয়া (২০) ও আব্দুল কাদির (৩৩)। এদের মধ্যে ছয়জনকে ১৫ দিন করে এবং তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল বিলুপ্ত ঘোষণা এবং সব ধরনের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও গভীর রাতে ভোগাই নদীর কালাকুমাসহ বিভিন্ন এলাকায় বালু উত্তোলন চলে। উত্তোলিত এই বালু গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত পরিবহন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে কালাকুমা ও বৈশাখী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ৯টি ট্রাক জব্দ, একই সাথে ৯ ট্রাকচালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, ‘জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত