Ajker Patrika

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার

 কুমিল্লা প্রতিনিধি 
অস্ত্রসহ গ্রেপ্তারকৃত খোকন মিয়া। ছবি: আজকের পত্রিকা
অস্ত্রসহ গ্রেপ্তারকৃত খোকন মিয়া। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে (৫৫) বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৪ জুলাই) ভোরে চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খোকন মিয়া আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র রাখার গোপন খবর পেয় খোকন মিয়ার বাড়িতে অভিযানে যায় যৌথবাহিনী। বিষয়টি টের পেয়ে খোকন মিয়া অস্ত্রটি নিজ বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় রাখেন। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন পিস্তলটি খোকন মিয়ার।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামি ও অস্ত্র কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

তিন সপ্তাহ ধরে ভারতে আটকা ব্রিটিশ যুদ্ধবিমান, বাড়ছে রহস্য ও উদ্বেগ

মুরাদনগরে ধর্ষণ: ভাইয়ের সঙ্গে বিবাদের প্রতিশোধ নিতে ছড়ানো হয় ভিডিও, বলছে র‍্যাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত