Ajker Patrika

খুলনায় হোটেলের কক্ষ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় একটি হোটেলের কক্ষ থেকে শান্তা ইসলাম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হোটেল ওয়েস্টার্ন ইন নামের একটি হোটেলের কক্ষ ভাড়া নিয়ে উঠেছিলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শান্তা ইসলাম বাগেরহাটের তেলীগাতি গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন।

আজ সকালে তিনি হোটেলে নাশতাও করেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পায়নি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে পুলিশ এসে কক্ষের তালা ভেঙে ঢুকে ওড়না দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সানওয়ার হুসাইন মাসুম আরও বলেন, শান্তা ইসলামের কাছে একটি জন্মসনদ পাওয়া গেছে। তাঁর সনদের ওপর ঢাকার একটি গৃহপরিচারিকা সরবরাহ কোম্পানির ঠিকানা লেখা ছিল। যোগাযোগ করা হলে সেখান থেকে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়।

গৃহপরিচারিকা সরবরাহ কোম্পানির বরাতে ওসি বলেন, শান্তা ইসলাম ঢাকায় মুর্শিদা নামের এক নারীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে পাঁচ হাজার টাকা চুরি করে গতকাল খুলনায় চলে আসেন। এর আগেও তিনি বিভিন্ন হোটেলে ছদ্মনাম ব্যবহার করে অবস্থান করতেন। কিন্তু টাকা দিতে না পারায় সেসব হোটেলে ব্যাগ ফেলে রেখে চলে যেতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত