Ajker Patrika

মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান

নরসিংদী প্রতিনিধি
মাধবদী বাজারের মুড়িপট্টিতে আজ ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৪০টি দোকান। ছবি: আজকের পত্রিকা
মাধবদী বাজারের মুড়িপট্টিতে আজ ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৪০টি দোকান। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৪০টি দোকান। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার খবর প্রচার করা হলে স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের মাধবদী, নরসিংদী ও পলাশ স্টেশনের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, ‘ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। পরে আরও ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা জানান, মুহূর্তেই আগুন বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে মুড়ি ও খাদ্যপণ্যের দোকান ছাড়াও অন্তত ১০টি স্বর্ণের দোকান পুড়ে যায়। তাঁদের দাবি, স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তবে ফায়ার সার্ভিস জানায়, আগুনের সঠিক সূত্রপাত ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত