Ajker Patrika

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক ঘোরাফেরার সময় নেপালি যুবক আটক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক ঘোরাফেরার সময় নেপালি যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে সন্দেহজনক ঘোরাফেরার সময় আমর তাপা নামে এক নেপালি যুবককে আটক করছে বিজিবি। আজ মঙ্গলবার উপজেলার চাকঢালা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে ১১ বিজিবির সদস্যরা। 

আটক ওই যুবক নেপালের ২৪ গাদি গ্রামের বড়পা থানার জাজার কোট জেলার বাসিন্দা বলে স্বীকার করেছেন। তার বাবার নাম দর্জিদ বুড়া তাপা। 

 ১১ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদেশি নাগরিক অবৈধভাবে সীমান্তে কেন আসছে আর ঘোরাফেরা করছেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে।’ সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানান তিনি। 

জানা গেছে, আটক আমর তাপা (২৭) নেপালের নাগরিক। ওই যুবক পাহাড়ের কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য কি-না জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেল নাগাদ তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলার প্রস্তুতি চলছে ছিল। অন্যদিকে আটক নেপালি যুবক পার্বত্যাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধ সৃষ্টিকারী এনএফের গোয়েন্দা সেজে গোপন তথ্য সংগ্রহে লিপ্ত ছিল বলে দাবি স্থানীয়দের। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘নেপালি ওই নাগরিক কেন মিয়ানমার সীমান্তে এসেছে খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত