লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামায় বোনকে হত্যার অভিযোগ উঠেছে শহর আলী (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা বেগম (৪৮)। তিনি বগাইছড়ি গ্রামের বাসিন্দা ছৈয়দ আলমের মেয়ে ও আলী আজমের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুই স্ত্রী ও ১০ সন্তান রেখে প্রায় আট বছর আগে মারা যান ছৈয়দ আহমদ। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ বুধবার দুপুরে খাদিজা গরু নিয়ে বাড়িতে ফেরার সময় সৎমা সাকেরা বেগম ও তাঁর ছেলে শহর আলীর সঙ্গে সম্পত্তি ভাগাভাগির নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহর আলী ও সাকেরা বেগম খাদিজাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শহর আলী ও মা শাকেরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হোসাইন মামুন জানান, সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়েই এ ঘটনার সূত্রপাত।
বান্দরবানের লামায় বোনকে হত্যার অভিযোগ উঠেছে শহর আলী (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা বেগম (৪৮)। তিনি বগাইছড়ি গ্রামের বাসিন্দা ছৈয়দ আলমের মেয়ে ও আলী আজমের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুই স্ত্রী ও ১০ সন্তান রেখে প্রায় আট বছর আগে মারা যান ছৈয়দ আহমদ। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ বুধবার দুপুরে খাদিজা গরু নিয়ে বাড়িতে ফেরার সময় সৎমা সাকেরা বেগম ও তাঁর ছেলে শহর আলীর সঙ্গে সম্পত্তি ভাগাভাগির নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহর আলী ও সাকেরা বেগম খাদিজাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শহর আলী ও মা শাকেরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হোসাইন মামুন জানান, সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়েই এ ঘটনার সূত্রপাত।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে