লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামায় বোনকে হত্যার অভিযোগ উঠেছে শহর আলী (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা বেগম (৪৮)। তিনি বগাইছড়ি গ্রামের বাসিন্দা ছৈয়দ আলমের মেয়ে ও আলী আজমের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুই স্ত্রী ও ১০ সন্তান রেখে প্রায় আট বছর আগে মারা যান ছৈয়দ আহমদ। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ বুধবার দুপুরে খাদিজা গরু নিয়ে বাড়িতে ফেরার সময় সৎমা সাকেরা বেগম ও তাঁর ছেলে শহর আলীর সঙ্গে সম্পত্তি ভাগাভাগির নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহর আলী ও সাকেরা বেগম খাদিজাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শহর আলী ও মা শাকেরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হোসাইন মামুন জানান, সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়েই এ ঘটনার সূত্রপাত।
বান্দরবানের লামায় বোনকে হত্যার অভিযোগ উঠেছে শহর আলী (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা বেগম (৪৮)। তিনি বগাইছড়ি গ্রামের বাসিন্দা ছৈয়দ আলমের মেয়ে ও আলী আজমের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুই স্ত্রী ও ১০ সন্তান রেখে প্রায় আট বছর আগে মারা যান ছৈয়দ আহমদ। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ বুধবার দুপুরে খাদিজা গরু নিয়ে বাড়িতে ফেরার সময় সৎমা সাকেরা বেগম ও তাঁর ছেলে শহর আলীর সঙ্গে সম্পত্তি ভাগাভাগির নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহর আলী ও সাকেরা বেগম খাদিজাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শহর আলী ও মা শাকেরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হোসাইন মামুন জানান, সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়েই এ ঘটনার সূত্রপাত।
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
২ মিনিট আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
৮ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধি ছিলেন। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের...
১৪ মিনিট আগেভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগে