ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাদীর অনাপত্তিতে বিস্ফোরক আইনের মামলার আসামি রোমান মিয়াকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী সদস্যরা ওই মামলায় গতকাল বুধবার দিবাগত রাতে আটক করে তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় জেলার আশুগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে রোমান মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। রোমান গত ২০ আগস্ট আশুগঞ্জ থানায় হওয়া একটি মামলার ৬ নম্বর আসামি।
রাত থেকেই তাকে ছেড়ে দেওয়ার জন্য উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লোকজন থানায় চাপ দিতে থাকেন। তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আজ বৃহস্পতিবার সকালে থানার সামনে অনেকেই অবস্থান নেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে থানার বাইরে থাকা লোকজন তাকে ফুলের মালা পড়িয়ে নিয়ে যান।
মামলার এজাহার সূত্রে থেকে জানা যায়, গত ৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বরসহ বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সে সময় রোমান মিয়াসহ আরও অনেকেই তাদের হাতে থাকা ককটেল বিস্ফোরণ করে এলাকায় ব্যাপক জানমালের ক্ষতি করে।
একপর্যায়ে রোমান মিয়াসহ আরও অনেকেই তাদের কাছে থাকা পিস্তল দিয়ে ছাত্রদের ওপর গুলি ছোড়েন। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। পরে আসামিরা পেট্রল দিয়ে অন্তত ২০টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ২০ আগস্ট মো. রমজান মিয়া নামে একজন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সাবেক সাংসদ মঈন উদ্দিনসহ ৪৮ জনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
ওই মামলায় রোমান মিয়া ৬ নম্বর আসামি। মামলায় রোমানের আপন ছোট ভাই দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল মিয়া ৫ নম্বর আসামি। তবে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে, এমন প্রমাণ দিতে পারেনি।
মামলার বাদী রমজান মিয়া জানান, ভুল করে রোমান মিয়াকে মামলায় আসামি করা হয়েছে। রোমানের বিষয়ে তার কোনো অভিযোগ নেই। এ ছাড়াও উপজেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে।
এদিকে আজ বৃহস্পতিবার আসামি ছেড়ে দেওয়ার ঘটনার পর দুপুরে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেনসহ পুলিশের তিন সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার করা পুলিশের অপর দুই সদস্য হলেন আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার ও প্রদ্যুত ঘোষ চৌধুরী।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে আশুগঞ্জ থানায় নিয়ে যায়। পরে মামলার বাদী থানায় পৌঁছে ওই ব্যক্তিকে ভুলক্রমে মামলায় আসামি করা হয়েছে বলে পুলিশকে জানান। এ বিষয়ে তিনি আদালতে একটি অ্যাফিডেভিট (হলফনামা) দিয়েছেন এবং পুলিশকে তার কপি দিয়েছেন।
বাদীর কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। প্রশাসনিক কারণে তিনি পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাদীর অনাপত্তিতে বিস্ফোরক আইনের মামলার আসামি রোমান মিয়াকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী সদস্যরা ওই মামলায় গতকাল বুধবার দিবাগত রাতে আটক করে তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় জেলার আশুগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে রোমান মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। রোমান গত ২০ আগস্ট আশুগঞ্জ থানায় হওয়া একটি মামলার ৬ নম্বর আসামি।
রাত থেকেই তাকে ছেড়ে দেওয়ার জন্য উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লোকজন থানায় চাপ দিতে থাকেন। তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আজ বৃহস্পতিবার সকালে থানার সামনে অনেকেই অবস্থান নেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে থানার বাইরে থাকা লোকজন তাকে ফুলের মালা পড়িয়ে নিয়ে যান।
মামলার এজাহার সূত্রে থেকে জানা যায়, গত ৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বরসহ বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সে সময় রোমান মিয়াসহ আরও অনেকেই তাদের হাতে থাকা ককটেল বিস্ফোরণ করে এলাকায় ব্যাপক জানমালের ক্ষতি করে।
একপর্যায়ে রোমান মিয়াসহ আরও অনেকেই তাদের কাছে থাকা পিস্তল দিয়ে ছাত্রদের ওপর গুলি ছোড়েন। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। পরে আসামিরা পেট্রল দিয়ে অন্তত ২০টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ২০ আগস্ট মো. রমজান মিয়া নামে একজন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সাবেক সাংসদ মঈন উদ্দিনসহ ৪৮ জনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
ওই মামলায় রোমান মিয়া ৬ নম্বর আসামি। মামলায় রোমানের আপন ছোট ভাই দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল মিয়া ৫ নম্বর আসামি। তবে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে, এমন প্রমাণ দিতে পারেনি।
মামলার বাদী রমজান মিয়া জানান, ভুল করে রোমান মিয়াকে মামলায় আসামি করা হয়েছে। রোমানের বিষয়ে তার কোনো অভিযোগ নেই। এ ছাড়াও উপজেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে।
এদিকে আজ বৃহস্পতিবার আসামি ছেড়ে দেওয়ার ঘটনার পর দুপুরে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেনসহ পুলিশের তিন সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার করা পুলিশের অপর দুই সদস্য হলেন আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার ও প্রদ্যুত ঘোষ চৌধুরী।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে আশুগঞ্জ থানায় নিয়ে যায়। পরে মামলার বাদী থানায় পৌঁছে ওই ব্যক্তিকে ভুলক্রমে মামলায় আসামি করা হয়েছে বলে পুলিশকে জানান। এ বিষয়ে তিনি আদালতে একটি অ্যাফিডেভিট (হলফনামা) দিয়েছেন এবং পুলিশকে তার কপি দিয়েছেন।
বাদীর কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। প্রশাসনিক কারণে তিনি পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
গত বৃহস্পতিবার তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করে। এ সময় তারা ষাটনল, ষাটনল বাবু বাজার, মোহনপুর ও এখলাছপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবরেটরিতে নিয়ে যান।
১১ মিনিট আগেআজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে...
৩২ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
২ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে