Ajker Patrika

চাটখিলে লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতে ১০ মামলা

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) 
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১১: ০৫
চাটখিলে লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতে ১০ মামলা

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে চাটখিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দিনব্যাপী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম। এ সময় সরকারঘোষিত লকডাউনের নির্দেশনা অমান্য করায় ১০ মামলায় ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ মোসা বলেন, `সরকারের নির্দেশনাগুলো বলবৎ রাখার জন্যই আমাদের এই ভ্রাম্যমাণ আদালত। যাঁরা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন এবং সরকারি নির্দেশনা অমান্য করে জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন তাঁদের বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিয়েছি। মূলত জরিমানা করাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা।'

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, `আজকে যেসব জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি, রাস্তাঘাটে লোকজনকে ঘোরাঘুরি করতে তেমন দেখা যায়নি এবং অনুমোদিত দোকানপাট ছাড়া অন্যান্য দোকান ও মার্কেট বন্ধ ছিল। সার্বিকভাবে বলা যায়, লোকজন সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ মেনে চলছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত